২য় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও শুরু থেকেই চাপে পড়েছে টাইগার ব্যাটাররা। ১০ ওভার শেষে ৪টি উইকেট হারিয়ে টাইগারদের দলীয় সংগ্রহ মাত্র ৪৭।
উচ্চাভিলাসী শট আর জোরে মেরে খেলতে না পারার অক্ষমতার কারণেই একে একে উইকেটগুলো হারায় বাংলাদেশ।
খেলার দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফিরে গেছেন গত ম্যাচের ডেব্যুট্যান্ট মুনিম শাহরিয়ার। মোহাম্মদ নবীকে খেলতে গিয়ে মিড অফে শারাফুদ্দিন আশরাফের হাতে ধরা পড়েন মুনিম। এর আগে মাত্র চার রান যোগ হয় তার নামের পাশে।
আর দারুণ শুরু করা লিটন পঞ্চম ওভারের প্রথম বলেই আজমতউল্লাহর বল উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন সেই শারাফুদ্দিন আশরাফের হাতেই। তার সংগ্রহ মোটে ১৩।
আর নবম ওভারের শুরুতেই রশিদ খানের বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। তার সংগ্রহ মাত্র ১৩।
এই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই সাকিব আল হাসানকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন আজমতুল্লাহ। আজমতুল্লাহর বলটি ঠিকভাবে কাট করতে না পারায় উইকেটের পেছনে সেটি গ্লাভসবন্দি করতে কোনো কষ্টই হয়নি কিপার রহমতুল্লাহ গুরবাজের।
শেষ পর্যন্ত ১০ ওভার শেষে ৪৭ রান করেছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (১১) ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১)।
মন্তব্য