রাওয়ালপিন্ডি টেস্টে রানের পাহাড় গড়েছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। ইমাম উল হক (১৫৭) ও আজহার আলীর (১৮৫) সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৭৬ রান করে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক। আলোক স্বল্পতার কারণে খেলা শেষ হওয়ার আগে সফরকারী অস্ট্রেলিয়া এক ওভার খেলার সুযোগ পেয়েছে। স্কোরবোর্ডে তারা জমা করেছে ৫ রান। ফলে তারা ৪৭১ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে পুরো ১০ উইকেট। দুই অপরাজিত ব্যাটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার তৃতীয় দিনের খেলা শুরু করবেন। উসমান ৫ রানে অপরাজিত। ওয়ার্নার রানের খাতা খুলতে পারেননি।
দ্বিতীয় দিন পাকিস্তানের আগের দিনের অপরাজিত ব্যাটার ইমাম উল হক তার সংগ্রহকে খুব বেশি বড় করতে পারেননি। আগের দিনের সঙ্গে মাত্র ২৫ রান যোগ করতে পারেন তিনি। তবে আজহার আলী ৬৪ রানে অপরাজিত ছিলেন। ব্যক্তিগত সংগ্রহে তিনি এ দিন আরো একটা টেস্ট সেঞ্চুরি যোগ করেছেন। শেষ পর্যন্ত ১৮৫ রান করেন তিনি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। তবে দুর্ভাগ্য অধিনায়ক বাবর আজমের। ব্যাটিং উৎসবে ৩৬ রানে তিনি রান আউট হয়েছেন।
মন্তব্য