ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলির বিপক্ষে চেলসির সহজ জয়

ক্রীড়া ডেস্ক
বার্নলির বিপক্ষে চেলসির সহজ জয়

অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করে দারুণ এক জয় পেয়েছে চেলসি। শিরোপা জয়ের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লেও ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে তারা হারিয়েছে বার্নলিকে। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঢেউ চেলসি ক্লাবেও এসে পড়েছে। রাশিয়ার আগ্রাসনের কারণে চেলসির মালিকানায় পরিবর্তন আসতে যাচ্ছে। রাশিয়ান ধনকুবের আব্রামোভিচ চেলসি ক্লাব বিক্রি করে দিতে চাইছেন। এমন পরিস্থিতির মাঝে খেলতে হচ্ছে চেলসিকে।

পয়েন্ট টেবিলের নিচু সারির দল বার্নলি অবশ্য প্রথমার্ধে ভালোভাবে চেলসিকে রুখে দিয়েছিল। তবে টমাস টুখেলের কৌশলে দ্বিতীয়ার্ধে তারা ভিন্নরূপে আবির্ভূত হয়। একের পর এক গোল করেছে তারা। গোলের খাতায় নাম লিখিয়েছেন রিস জেমস, কাই হাভের্টজ ও ক্রিস্টিয়ান পুলিসিক। হাভের্টজ করেছেন জোড়া গোল। এক পর্যায়ে মাত্র আট মিনিটের মধ্যে বার্নলি গোলরক্ষককে তিনবার জাল থেকে বল কুড়াতে হয়।

বিরতির পরপরই গোলের দেখা পায় চেলসি। ৪৭ মিনিটে রিস জেমস করেন গোলটি। পুলিসিকের পাস থেকে বল পেয়ে মাত্র পাঁচ মিনিট ব্যবধানে দারুণ এক গোল করেন হাভের্টজ। তিনি মিনিট পর হাভের্টজ আবার গোল উৎসব করেন।

ম্যাচ শেষে চেলসি কোচ টুখেল বলেন, প্রথম গোলটি আমাদের অনেক উপকার করেছে। এ সব ম্যাচে প্রথম গোল আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ফলে খেলাটা অনেক সহজ হয়ে যায়। আমরা যোগ্য দল হিসেবে জয় পেয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’

এ জয়ের ফলে চেলসি তৃতীয় স্থান ধরে রেখেছে। ২৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৩। ২৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার উপায় নেই তাদের। কেননা ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে লিভারপুল।

শনিবার লিভারপুল ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে। ১-০ গোলে জয় পেয়েছে। ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন সাদিও মানে। জয়ের ব্যবধানটা বড় হতে পারতো। কিন্তু দুর্ভাগ্য তাদের। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছেন। লুইস ডিয়াজের শট ওয়েস্ট হাম ইউনাইটেডের গোলরক্ষক লুকাসজ ফ্যাবিয়ানস্কিকে পরাভূত করলেও গোললাইন অতিক্রম করতে পারেনি। তার আগেই বল ফিরিয়ে দেন অ্যারন ক্রেসওয়েল।

এ ম্যাচে মাঠে নামার মাধ্যমে লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডিক প্রিমিয়ার লিগে হোমে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর ৬০ ম্যাচে অপরাজিত তিনি।

 

মন্তব্য