নারী বিশ্বকাপ ক্রিকেট

দারুণ সূচনা হলেও বাংলাদেশের দ্বিতীয় হার

ক্রীড়া ডেস্ক
দারুণ সূচনা হলেও বাংলাদেশের দ্বিতীয় হার

নারী বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৭ ওভারে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছিল। জবাবে নিউজিল্যান্ড ২০ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

টস জয়ের পর নিউজিল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বাংলাদেশের শুরুটা ছিল অসাধারণ। দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক অসাধারণ ব্যাটিং করেছেন। ৯.২ ওভারে তারা স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করেন। শামীমা ৩৬ বলে ৩৩ রান করেন। কিন্তু এ জুটিকে বিচ্ছিন্ন করার মাধ্যমে নিউজিল্যান্ডের বোলাররা উইকেট শিকারের পথটা পেয়ে যায়। আর তাতেই একের পর একই উইকেট পতন হতে থাকে। দুর্ভাগ্য ফারজানা হক রান আউট হন। দলের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান তিনি। ৫২ রান করেছেন ৬৩ বলে। বাংলাদেশের পরবর্তী ব্যাটারদের অবস্থা এতটাই নাজুক ছিল মাত্র দুই ব্যাটার তাদের ব্যক্তিগত সংগ্রহকে দুই অঙ্কে নিতে পেরেছেন। বাংলাদেশের তিন ব্যাটার রান আউট হন।

জবাবে ব্যাটিং তাণ্ডব করেছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার ওপেনার সুজি বেটস ও ওয়ান ডাউন ব্যাটার অ্যামেলিযা কের। বেটস ৬৮ বলে ৭৯ রান করেন। আর কের করেন ৩৭ বলে ৪৭ রান। বেটসের এটা ছিল ২৬৩তম আন্তর্জাতিক ম্যাচ। তবে এই প্রথম তিনি তার হোম গ্রাউন্ড ডুনেডিনে ম্যাচ খেললেন। এ ম্যাচে তিনি দ্বিতীয় কিউই ব্যাটার হিসেবে বিশ^কাপে এক হাজার রান করার কৃত্বি দেখালেন। তবে সবচেয়ে কম ম্যাচে বিশ^কাপে এক হাজার রান করার কীর্তি গড়েছেন। তিনি ২২ ইনিংসে এ রান করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক ২২ ইনিংসে এ রান করেছিলেন।

 

মন্তব্য