-->

নেইমারকে নিয়ে ব্রাজিল দল

ক্রীড়া ডেস্ক
নেইমারকে নিয়ে ব্রাজিল দল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ তিতে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছেন আর্সেনালে খেলা গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। একই সঙ্গে দলে ডেকেছেন নেইমারকে। তবে ডাকেননি ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও লিভারপুলের রবার্টো ফিরমিনোকে। ফলে আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে হয়তো তাদেরকে আর নাও দেখা যেতে পারে।

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। ফলে বাছাই পর্বের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতায় আগামী ২৪ মার্চ তারা রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে। পাঁচদিন পর তারা বলিভিয়ায় যাবে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে তারা পাঁচটি অনুশীলন ম্যাচ খেলবে। তবে এ সব ম্যাচে প্রতিপক্ষ কারা হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ মাসে ব্রাজিল তাদের শেষ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হলেও তাদের বাছাই পর্ব শেষ হয়েও শেষ হবে না। কেননা আর্জেন্টিনার বিপ্েক্ষ একটা ম্যাচ এখনো বাকি। এ ম্যাচটি আগে হওয়ার কথা ছিল। সে অনুসারে ম্যাচটি শুরু হলেও ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তাদেও হস্তক্ষেপে কয়েক মিনিট পর ম্যাচটি বাতিল হয়ে যায়। এ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কেউ কিছু জানায়নি।

বিশ্বকাপ বাছাই পর্বে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তাদের অনুসরণ করে চলেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ৩৫।

ব্রাজিল দল:গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরস)।

রক্ষণভাগ: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), মারকুইনহস (প্যারিস সেন্ট জার্মেই), থিয়াগো সিলভা (চেলসি)।

মাঝমাঠ: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), আর্থার (জুভেন্টাস), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেটা (লিও), ফিলিপে কোতিনহো (অ্যাস্টন ভিলা)।

আক্রমণভাগ : অ্যান্টনি (আয়াক্স), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (প্যারিস সেন্ট জার্মেই), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

মন্তব্য

Beta version