দুয়ো ধ্বনি শুনলেন মেসি-নেইমার

ক্রীড়া ডেস্ক
দুয়ো ধ্বনি শুনলেন
মেসি-নেইমার

বার্সেলোনায় ফুল হয়ে ফুটেছিলেন লিওনেল মেসি ও নেইমার। প্রতি ম্যাচেই ছড়াচ্ছিলেন সৌরভ। একই লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইতে। কিন্তু সেই ছন্দটা ধরে রাখতে পারেননি। যেই স্বপ্ন নিয়ে তাদের দলে আনা হয়েছিল সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। বাস্তবে রূপ পাচ্ছে না। তাইতো মেসি-নেইমারকে দেখলে পিএসজি সমর্থকরা আর হর্ষধনি দিচ্ছে না। বরং তাদের দুয়ো ধ্বনি সহ্য করতে হচ্ছে।

পিএসজি নামি ক্লাব হলেও এখনো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এবার সে স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে তারা দল গঠন করেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে বড় ধরনের হোঁচট খেয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটা ভালোভাবেই শুরু করেছিল মেসি-নেইমারদের দল। শেষ ষোলোর প্রথম লেগের খেলায় কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে ছিল তারা। নিজেদের মাঠের খেলায় একেবারে শেষ মুহূর্তে গোলটি করেছিলেন এমবাপে।

ফিরতি লেগের খেলা রিয়ালের মাঠে হওয়ায় পথটা বেশ কঠিন হওয়ার শঙ্কা ছিল। কিন্তু সে শঙ্কাও উড়িয়ে দিয়েছিলেন এমবাপে। গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। ফলে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের পথটা দেখতে পাচ্ছিল তারা। কিন্তু মেসি, নেইমার, এমবাপেকে অবাক করে দিয়ে এক ঝটকায় রিয়াল ম্যাচটি নিজেদের করে নেয়। হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। ফলে ৩-২ গোলে হেরে পিএসজি বিদায় নেয়।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর ঘরোয়া লিগে রোববার পিএসজির ম্যাচ ছিল। প্রতিপক্ষ ছিল বোর্দে। আর সেখানেই মেসি ও নেইমারকে মোটেও ভালোভাবে নেয়নি পিএসজির সমর্থকরা। তাদের দেখে সমর্থকরা দুয়ো ধ্বনি করতে থাকে। যখনই তারা বল ধরেছেন তখনই ব্যঙ্গাত্মক আচরণ করেছে সমর্থকরা।

প্রথমার্ধে একটা ফ্রিকিক নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন মেসি ও নেইমার। শেষ পর্যন্ত কিকটি নেইমার নেন। তার শট বারের ওপর দিয়ে চলে গেলে সমর্থকরা দুয়ো ধ্বনি দিতে থাকে। এ ঘটনার পর এমবাপে গোল করেন। এরপর মেসির তৈরি করা সুযোগ থেকে গোল করেন নেইমার। কিন্তু এ ব্রাজিলিয়ান কোনো আনন্দ করেননি। পিএসজির তৃতীয় গোলেও মেসির অবদান ছিল।

এদিকে ম্যাচ আগে পিএসজির সমর্থক গ্রুপ টুইটারে এক বিবৃতি দিয়ে সবাই একযোগে ঘৃণা প্রকাশের আহ্বান জানিয়েছিল। তারা বলেছিল, ‘যারা আমাদের ভালো কিছু উপহার দিতে পারবে তারাই পিএসজিতে থাকার যোগ্য, অন্যরা নয়। বোর্দোর বিপক্ষে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করবো। যারা ক্লাবকে ভালোবাসে তাদের সবাইকে এ দিন উপস্থিত থেকে আমাদের সঙ্গে ঘৃণা প্রকাশের অনুরোধ করা হচ্ছে।’

এ ঘটনায় স্বাভাবিকভাবেই নেইমারের মন খারাপ হওয়ার কথা। পিএসজির গোলরক্ষক এ সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন। নেইমারকে উদ্দেশে করে লিখেছেন, গত ম্যাচে যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।’ জবাবে নেইমার লেখেন, ‘দুঃখ করো না। ফুটবলে এটা ঘটতে পারে। আমরা একটা দল এবং আমরা তোমার সঙ্গে আছি।

মন্তব্য