-->
শিরোনাম

এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট

চূড়ান্ত হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ। আগামী ২৭ আগস্টে শুরু হবে ২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেট। শেষ হবে হবে ১১ সেপ্টেম্বর। শনিবার সদস্য দেশগুলোর বার্ষিক সভা শেষে টুর্নামেন্টের দিন-তারিখ ঘোষণা করা হয়।

এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এশিয়া পাঁচ টেস্ট সদস্য শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে। এ পাঁচ দলের সঙ্গে বাছাই পর্ব শেষে যোগ হবে আরো একটা দল। আগামী ২০ আগস্ট শুরু হবে বাছাই পর্ব। এ পর্বে অংশ নেবে আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং।

এশিয়া কাপ সাধারণত একবার ওডিআই এবং একবার টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এ আসরের শিরোপা জিতেছিল ভারত। ২০২০ সালে পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছিল।

২০২০ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা বাতিল করে ২০২১ সালে নির্ধারণ করা হয়েছিল। পরে ২০২২ সালে স্থানান্তরিত করা হয়। মূলত ২০২২ সালের আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু এখন পাকিস্তান ২০২৩ সালের আসরের আয়োজক হবে পাকিস্তান।

মন্তব্য

Beta version