শুরুটা হয়েছে স্মরণীয় জয় দিয়ে। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং; তিন বিভাগেই দুরন্ত রূপে দেখা মিলেছে বাংলাদেশকে। এই ধারাটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় সফরকারীরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।
প্রথম ওয়ানডেতেই জয় আসবে দারুণভাবে, সিরিজ শুরুর আগে তা ভাবেনি কেউ। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো আভাস দিয়েছিলেন, এতদিনে যা হয়নি দক্ষিণ আফ্রিকার মাটিতে, এবার তা হবে। প্রথম ওয়ানডেতেই দেখা মিলেছে তার। দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়। এবার টাইগারদের চোখ সিরিজ জয়ে। সেটা করতে পারলে তাও হবে নতুন ইতিহাস।
প্রথম ওয়ানডে ম্যাচের স্পিরিটটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান তামিম ইকবাল। ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে সেরাটা দিতে পারলে জয় অসম্ভব না। প্রথম ম্যাচের জয় থেকেই প্রেরণা নিচ্ছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল সাত উইকেটে রেকর্ড ৩১৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় সাত বল হাতে রেখে ২৭৬ রানে। সাকিব, লিটন ও ইয়াসিরের ব্যাটে আসে দারুণ ফিফটি। বল হাতে কারিকুরি দেখান শরিফুল, তাসকিন ও মিরাজ। সব মিলিয়ে ঝলমলে এক বাংলাদেশকেই দেখা গেছে প্রথম ওয়ানডেতে।
বাংলাদেশের জন্য সিরিজ জয়ের মিশন হলেও দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার সিরিজ হার এড়ানোর জন্য তো অবশ্যই। সঙ্গে আছে আবারও সুপার লিগের পয়েন্ট হারানোর ভয়। দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ে সুপার লিগে নিজেদের নামের পাশে আরও ১০ পয়েন্ট যোগ করে শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। পয়েন্টের আশায় থাকা দক্ষিণ আফ্রিকার জন্য সামনের পথচলাটা হয়ে গেছে কঠিন। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১০ নম্বরে আছে তারা।
২০২৩ সালে ভারতে হতে যাওয়া বৈশ্বিক আসরে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮টি দল। ১০ দলের টুর্নামেন্টের বাকি ২ দল আসবে বাছাই থেকে। দ্বিতীয় ম্যাচের আগে তাই খুব সতর্ক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘রোববারের ম্যাচটিতে আমাদের জয়ের বিকল্প নেই। সব বিভাগেই আমাদের খেলার উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে নিজেদের ক্রিকেটটা খেলতে হবে।’
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আজ থাকতে পারে একটি পরিবর্তন। জোহানেসবার্গের উইকেটের কারণে ফিরতে পারেন স্পিনার তাবারেজ শামসি। তবে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন রেখেই মাঠে নামবে তামিমরা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য