সিরিজ জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সিরিজ জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ
উইকেট পাওয়ার পর তাসকিন ও মিরাজের উল্লাদ

ঐতিহাসিক সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৫৫ রান। শুরুটা করলেন মিরাজ। এরপর তাসকিন তাণ্ডব। সঙ্গ দিলেন সাকিব ও শরিফুল। সব মিলিয়ে বাংলাদেশের নয়নকাড়া বোলিংয়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৪ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। ঐতিহাসিক সিরিজ জিততে বাংলাদেশের দরকার মাত্র ১৫৫ রান।

বোলাররা তাদের কাজ করেছে। এবার ব্যাট হাতে সামর্থ্যরে পরিচয় দেওয়ার পালা তামিমদের। পারবে কি বাংলাদেশ?

সেঞ্চুরিয়নে টস জিতে আগে ব্যাট করতে নেমে মালানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ডি ককের পথচলা শুরুতে ছিল বেশ সাবলীল। তবে ইনিংসের প্রথম ওভারেই রিভিউ নষ্ট করে বাংলাদেশ।

শরিফুল ইসলামের বলে মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় তামিমরা। ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসানের বলে মাহমুদউল্লাহর হাতে বন্দি হন কুইন্টন ডি কক। ৮ বলে মাত্র ১২ রান করেন প্রোটিয়া ওপেনার।

দলীয় ৬৬ রানে চমক দেখান পেসার তাসকিন আহমেদ। উইকেটে থিতু হতে চেষ্টা করা ভেরিনকে ব্যাটিংএজ করান তাসকিন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে নিজের স্টাম্পে বল টেনে আনেন ১৬ বলে ৯ রান করা ভেরিন।

এরপর স্কোরে তিন রান যোগ হতেই আবার তাসকিন ঝলক। দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার জানেমান মালান। ৫৬ বলে ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চারের মার।

এরপর স্বরূপে সাকিব আল হাসান। এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। যদিও রিভিউ চেয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। ১১ বলে মাত্র দুই রান করেন বাভুমা।

মিলারের সঙ্গে বড় জুটি গড়তে পারেন ভ্যান ডার ডসন এমন আশায় ছিল স্বাগতিকরা। তবে তাতে বাধ সাধেন পেসার শরিফুল ইসলাম। বিদায় করেন ডসনকে। ১০ বলে মাত্র ৪ রান করে ডসন ক্যাচ দেন মিরাজের হাতে। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকে দক্ষিণ আফ্রিকা।

ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন ডেভিড মিলার ও প্রিটোরিয়াস। এই জুটি দলকে নিয়ে যান শতরানের ওপর।

এরপরই আবার তাসকিনের আঘাত। ফিরিয়ে দেন প্রিটোরিয়াসকে। স্লাশ করতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের কাছে ক্যাচ দেন তিনি। ২৯ বলে এক চার ও এক ছক্কায় ২০ রান করেন প্রিটোরিয়াস।

২৯ তম ওভারে তাসকিনের জোড়া আঘাত। তৃতীয় বলে তিনি ফেরান নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারকে। ৩১ বলে দুই চারে ১৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

একই ওভারের শেষ বলে তাসকিন আউট করেন পেসার ক্যাগিসো রাবাদাকে। ৩ বলে ৪ রান করা রাবাদাও ক্যাচ দেন মুশফিকের হাতে। আর তাতেই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তাসকিন। ১২৬ রানে দক্ষিণ আফ্রিকার তখন নেই ৮ উইকেট।

বাকি দুই উইকেটে অবশ্য ২৮ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকা। ১৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এনগিডি। হয়ে যান সাকিবের বলে আউট।

কেশব মাহারাজের রান আউটে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস, ১৩ ওভার বাকি থাকতেই। ৩৯ বলে ২৮ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের হয়ে ৯ ওভারে মাত্র ৩৫ রানে সর্বোচ্চ ৫ উইকেট নেন তাসকিন আহমেদ। সাকিব দুটি, মিরাজ ও শরিফুল একটি করে উইকেট লাভ করেন। সাত ওভারে ২৩ রানে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।

মন্তব্য