বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি

কাবাডিতে বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
কাবাডিতে বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন

বেজে উঠলো খেলা শেষের বাঁশি। বাঁশির শব্দ থামতে না থামতে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়াম বাংলাদেশ, বাংলাদেশ শব্দে গর্জে উঠলো। বাংলাদেশের খেলোয়াড়রা পতাকা নিয়ে দৌড়ালো। আর গ্যালারির দর্শকেরা তুহিন তরফদারদের অভিনন্দন জানাতে ভুললো না। আনন্দ উৎসব থেকে কর্মকর্তারাও বাদ পড়লেন না। এক পর্যায়ে খেলোয়াড়রা কর্মকর্তা মোজ্জাম্মেল হককে কাঁধে তুলে নিয়ে আনন্দে মেতে উঠলো।

এটা যে আনন্দেরই সময়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার পল্টনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ একটি লোনাসহ ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।

গত আসরেও বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারো আগেরবারের মতো বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে। শেষ দুটো দলকে সহজে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতে বাংলাদেশ ইরাককে হারিয়েছিল।

 

মন্তব্য