-->
শিরোনাম
প্রীতি ফুটবল

মালদ্বীপে স্বপ্ন অধরাই থাকলো

ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপে স্বপ্ন অধরাই থাকলো

মালদ্বীপের মাটিতে মালদ্বীপকে হারানোর স্বপ্ন নিয়েই প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সে স্বপ্ন অধরাই রইল। ড্র করতে পারলেও একটা সান্ত্বনা থাকত। তাও হলো না। মালদ্বীপের কাছে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ০-২ গোলে হেরেছে। ফলে বাংলাদেশের কোচ হিসেবে শুরুটা ভালো হলো না হাভিয়ের কাবরেরার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় ম্যাচ শুরু হয়েছিল মালের জাতীয় স্টেডিয়ামে। প্রথমার্ধে বাংলাদেশকে মাঠে তেমন খুঁজে পাওয়া যায়নি। আক্রমণে প্রাধান্য রেখে ৩৯ মিনিটে প্রথম গোল করেছে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ দল গোল শোধের জন্য আক্রমণে এলেও কাজের কাজ কিছু হয়নি। উল্টো দ্বিতীয় গোল খেতে হয়েছে ৬০ মিনিটে। বাকি সময় সফরকারী দল চেষ্টা করলেও গোল পায়নি।

গত ৭ অক্টোবর মালেতে সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয় লাল–সবুজেরই। সাফের পরপরই গত বছর ১৩ নভেম্বর কলম্বোয় শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ জেতে ২-১ গোলে। সেই ম্যাচে বাংলাদেশের কোচ ছিলেন মারিও লেমোস। নতুন কোচের শুরুতে মালদ্বীপের কাছে আবার সেই হার।

হাভিয়ের কাবরেরা ছোট ছোট পাসে আক্রমণ গড়ার ওপর জোর দিয়েছিলেন। নিজে স্প্যানিশ হওয়ায় স্প্যানিশ ফুটবলের দীক্ষাই তিনি দিয়েছিলেন শিষ্যদের। কিন্তু ফুটবলারদের পায়ে সেভাবে গোছানো ফুটবল দেখা যায়নি। আক্রমণভাগ অনেকটাই ছিল ধারহীন। আন্তর্জাতিক ফুটবলে অনেক বছর ধরেই দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ। এই ম্যাচেও সেই অভাব ফুটে উঠেছে। গোটা ম্যাচে মালদ্বীপের পোস্টে দু–তিনটির বেশি শট নিতে পারেনি বাংলাদেশ।

২৯ মার্চ আরেকটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার বাংলাদেশ। মঙ্গোলিয়ার সঙ্গে ম্যাচটি হবে সিলেটে।

বাংলাদেশের প্রথম একাদশ: আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, তারিক কাজী, টুটুল হোসেন, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, নাবিব নেওয়াজ ও সুমন রেজা।

মন্তব্য

Beta version