-->
শিরোনাম
বিশ্বকাপ বাছাই ফুটবল

মেসির গোল, আর্জেন্টিনার সহজ জয়

ক্রীড়া ডেস্ক
মেসির গোল, আর্জেন্টিনার সহজ জয়

বিশ্বকাপ বাছাই ফুটবলের শেষ হোম ম্যাচে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে। জয়ের পাশাপাশি সমর্থকদের একটা গোলও উপহার দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। অন্য গোল দুটো করেছেন নিকোলাস গঞ্জালেস এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।

আর্জেন্টিনা আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে রয়েছে সর্বাধিকবার বিশ্বকাপ জয়ী দেশ ব্রাজিল। অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নেওয়া ১০ দলের মধ্যে সবার নিচে ভেনেজুয়েলা। স্বাভাবিকভাবে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দলের আধিপত্য ছিল। তারপরও তারকাসমৃদ্ধ দলটিকে গোলের জন্য আধাঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

ম্যাচ শেষে কঠিন এক প্রশ্নের মুখে পড়েছিলেন। প্রশ্নটা মেসির জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। উত্তর দিতে অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে খেলবেন কিনা এমন প্রশ্নের মুখে কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছিলেন। উত্তরে বলেন, ‘আমি জানি না। সত্যিকারভাবেই এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি শুধু পরবর্তী ম্যাচের কথা ভাবছি। এ ম্যা আমরা ইকুয়েডরের মুখোমুখি হবো। তারপর আমাদের প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। তারপর বিশ্বকাপ। বিশ্বকাপের পর আমাকে অনেক বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। বিশ্বকাপে ফলাফল যাই হোক না কেন আমি নিশ্চিত অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।’

এ ম্যাচে জয়ের মাঝ দিয়ে আর্জেন্টিনা তাদের অপরাজিত থাকার কীর্তি আরো সমৃদ্ধ করেছে। এ ম্যাচ নিয়ে তাদের অপরাজিত থাকার ম্যাচের সংখ্যা দাঁড়ালো ত্রিশ।

 

মন্তব্য

Beta version