-->
বিশ্বকাপ বাছাই ফুটবল

প্রথম লেগের লড়াইয়ে সাদিও মানেকে হারালেন সালাহ

নিজস্ব প্রতিবেদক
প্রথম লেগের লড়াইয়ে সাদিও মানেকে হারালেন সালাহ

ক্লাব ফুটবলে মোহাম্মদ সালাহ ও সাদিও মানে সতীর্থ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলেন। তবে শুক্রবার তারা সতীর্থ ছিলেন না, ছিলেন প্রতিপক্ষ। বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকা অঞ্চলের প্লে অফের প্রথম লেগে মুখোমুখি হয়েছিলেন তারা। সে লড়াইয়ে জয় হয়েছে মোহাম্মদ সালাহ’র। তার দল মিসর ১-০ গোলে হারিয়েছে সাদিও মানের সেনেগালকে। এ জয়ের ফলে বিশ্বকাপের চূড়ান্ত টিকেট পাওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেলো মিসর। আগামী মঙ্গলবার ডাকারে তারা ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে।

এক গোলের জয় পাওয়া ম্যাচে মিসরের সূচনা ছিল অসাধারণ। ম্যাচের চতুর্থ মিনিটেই তারা গোল পেয়ে গিয়েছিল। খুব কাছ থেকে মোহাম্মদ সালাহ যে শটটি নিয়েছিলেন তা ক্রসবারে আঘাত করে। ফিরতি বল সেনেগালের ডিফেন্ডার সালিউ সিজের পায়ে লেগে জাল স্পর্শ করে। এক গোলে পিছিয়ে পড়লেও বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়েনি সেনেগাল। কেননা এ ম্যাচে তার যথেষ্ঠ ভালো খেলেছে। পরবর্তী ম্যাচ নিজেদের মাঠে হওয়ায় একটু আশাবাদী হওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

ম্যাচ হারলেও সাদিও মানে ছিলেন মাঠের প্রাণ। একাধিকবার সুযোগ পেয়েছেন গোল করার। কিন্তু দুর্ভাগ্য গোলের দেখা পাননি। একটা অ্যাওয়ে গোলের জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে। একবার গোলের দাবিও তারা জানিয়েছিল। কিন্তু দেখা যায় বল জাল স্পর্শ করেছে ঠিকই। কিন্তু এত দ্রুত কাজ হয়েছে বল জালের বাইরের পাশ স্পর্শ করেছে তা বুঝতে একটু সময় নিয়েছে।

ইউরোপের ফুটবলে অ্যাওয়ে গোলের বিষয়টি এখন আর না থাকলেও আফ্রিকান ফুটবলে রয়েছে।

মন্তব্য

Beta version