বাংলাদেশ-মঙ্গোলিয়া প্রীতি ম্যাচ

সিলেটে তিন বছর পর গ্যালারিতে বসবে দর্শক

সিলেট ব্যুরো
সিলেটে তিন বছর পর গ্যালারিতে বসবে দর্শক

করোনা মহামারির নানা বিধিনিষেধ তুলে দেওয়ায় প্রায় ৩ বছর পর বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যকার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে পারবে সিলেটের দর্শক। ম্যাচটি মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টরা এরই মাঝে সব প্রস্তুতি শেষ করেছেন।

তিন বছর পর মাঠে সরাসরি খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত সিলেটের ক্রীড়াপ্রেমীরা। দীর্ঘদিন পর ফুটবলের এরকম একটি ম্যাচকে সিলেটবাসী ফুটবল উৎসব হিসেবে দেখছেন। কামরুজ্জামান কামরুল নামে এক দর্শক বলেন, করোনার কারণে আন্তর্জাতিক কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। এবার বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার খেলাটা দেখব। সত্যিই এটা ভালো লাগছে। এদিকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম জানান, দীর্ঘদিন পর মাঠে দর্শক উপস্থিত হয়ে খেলা দেখবে। তাই দর্শকদের জন্য আকর্ষণ হিসেবে থাকবে র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে বিজয়ীদের টিভি, মোটরসাইকেল, ফ্রিজসহ অসংখ্য পুরস্কার প্রদান করা হবে।

সেলিম বলেন, দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ পায়। এতে করে সিলেট শহর দেশের মধ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করছে। তিনি সিলেটের সব ফুটবলপ্রেমী দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার আহ্বান জানান। উল্লেখ্য, সর্বশেষ সিলেট জেলা স্টেডিয়ামে গ্যালারিতে বসে ২০১৮ সালে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেছিল দর্শকরা।

মন্তব্য