স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতা দিবস ক্যারমের পুরুষ বিভাগে হাফিজুর রহমান ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আফসানা নাসরিন। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর রহমান ২-০ সেটে বিপ্লব রায়কে হারিয়ে শিরোপা জেতেন।
অন্যদিকে নারিদের লিগ ভিত্তিক খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নাসরিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ। তিনি বলেন, ‘অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারমের খেলা। আমাদের আটজন খেলোয়াড় সেখানে খেলতে যাবে। ফেডারেশনের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খেলোয়াড়দের ভাল ফলাফলের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। আমরা মুজিববর্ষে পাঁচটি বিভাগ ও ১৬ টি জেলায় ক্যারম টুর্নামেন্টের আয়োজন করেছি।’
জাতীয় দলের খেলোয়াড়সহ ৭০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার, জাতীয় দলের খেলোয়াড়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য