সার্বিয়ার বিপক্ষে মঙ্গলবার প্রীতি ফুটবল খেলবে ডেনমার্ক। পার্কেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। এ স্টেডিয়ামটি ডেনমার্কের জন্য দুঃসহ এক স্মৃতি হয়ে আছে। এ মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তাৎক্ষণিক চিকিৎসায় সে যাত্রায় বেঁচে যান এরিকসন। অনেক কাঠখড় পুড়িয়ে আবার ফিরেছেন মাঠে। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন, গোলও করেচেন। সার্বিয়ার বিপক্ষেও খেলবেন তিনি। শুধু তাই নয়, অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে তার হাতে।
ডেনমার্কের নিয়মিত অধিনায়ক সিমন কায়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না। তার পরিবর্তে দায়িত্ব পালন করার কথা কাসপের স্মিশেলের। কিন্তু অধিনায়কত্বের আর্মব্যান্ড এরিকসেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কাসপের হুলমান্ড।
কোচের এমন সিদ্ধান্তে আনন্দিত এরিকসেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটা অন্যরকম এক আনন্দের বিষয়। কেননা ওই ঘটনার পর আমি আর পার্কেনে আসিনি। যাহোক এখন আমি মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি। পার্কেনে খেলার অপেক্ষায় রয়েছি। সে সঙ্গে একজন নিয়মিত খেলোয়াড় হতে চাই।’
মন্তব্য