জাতীয় দলের দায়িত্বে থাকতে চান মানচিনি

ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের দায়িত্বে থাকতে চান মানচিনি

বিশ্বকাপে চূড়ান্ত পর্বে এবার উঠতে পারেনি ইতালি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা অপেক্ষাকৃত নতুন দল মেসিডোনিয়ার কাছে হেরে বাছাই পর্বের প্লে অফ থেকে বিদায় নিয়েছে। এমন অবস্থায় প্রথম কোপটা কোচের ওপরই পড়ার কথা। কোচ রবার্তো মানচিনির ভাগ্য এখন দুর্বল সুতায় বাঁধা। যে কোনো সময় চাকরি থেকে বাদ পড়তে পারেন মানচিনি। তবে এ নিয়ে চিন্তিত নন মানচিনি। বরং দলের দায়িত্বে থাকতে ইচ্ছুক তিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা গ্রাভিনার চাওয়াও একই। তিনিও চান, মানচিনি তার দায়িত্বে থাকুন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি গ্রাভিনা।

সোমবার এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, ‘গ্রাভিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন এ ম্যাচটা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে দিন। তারপর ধীরে সুস্থে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববো। কোথায় আমাদের সমস্যা ছিল, কোথায় আমাদের উন্নতি করতে হবে সে বিষয়ে আমরা ভাববো।

বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি খুব যে খারাপ করেছিল তা নয়। গ্রুপে তারা দ্বিতীয় হয়েছিল। একই গ্রুপ থেকে সুইজারল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চূড়ান্ত পর্বে টিকেট পায়। ইতালিকে খেলতে হয় প্লে অফ। আর সেখানেই বড় ধাক্কাটা হজম করতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। মেসিডেনোনিয়ার কাছে প্লে অফের শেষ মুহুর্তের গোলে হেরে তারা বিদায় নেয়। এবারের বিশ্বকাপে তারা হয়ে যায় দর্শক। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইতালি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থতার দায় মানচিনির কাঁধে। অথচ গত বছরই তার প্রশিক্ষণাধীনে ইতালি ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে। ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছিল ইতালি। গত অক্টোবরে উয়েফা নেশনস লীগ সেমিফাইনালে স্পেনের কাছে হারের মাধ্যমে সেই অপরাজিত থাকার কীর্তিতে দাঁড়ি পড়ে।’

বিশ্বকাপের খেলা সম্ভাবনা শেষ হয়ে যেতে না যেতেই ইতালি আবার মাঠে নেমে পড়েছে। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে তারা তুরস্কের মুখোমুখি হয়।

মন্তব্য