নারী চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালকে উড়িয়ে সেমিতে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
রিয়ালকে উড়িয়ে সেমিতে বার্সেলোনা

পিছিয়ে পড়ার পরও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে রেকর্ড ৯১,৫৫৫ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে বার্সেলোনা ৫-২ গোলে জয় পেয়েছে। এ জয়ে ৮-৩ গোল গড়ে বার্সেলোনা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। একই দিনে সেমিফাইনালে তাদের সঙ্গী হয়েছে প্যারিস সেন্ত জার্মেই। বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও ৪-৩ গোল গড়ে তারা সেমিতে পৌঁছেছে।

বার্সেলোনার হয়ে এ ম্যাচে গোল করেছেন মাপি লিও, আইতানা বনমাতি, ক্লদিয়া পিনা, আলেক্সিয়া পুতেলাস ও কারোলিন গ্রাহাম হানসেন। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন ওলগা কারমোনা ও ক্লদিয়া জরনোজা।

জোনাতন গিরালদেজের প্রশিক্ষণাধীনে দুর্দান্ত খেলা উপহার দিয়ে চলেছে বার্সেলোনা। গত বছর ট্রেবল জয়ী দলটি এরই মধ্যে লিগ শিরোপা জয় করেছে। শুধু তাই নয়, তার অধীনে ৩৭ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। গিরালদেজের প্রত্যাশা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাঝ দিয়ে বার্সেলোনা তাদেও আধিপত্য অব্যাহত রাখবে।

নারী ফুটবলে কোনো ম্যাচ দেখার জন্য কখনো এত বেশি দর্শক উপস্থিত হয়নি। এর আগে ১৯৯৯ সালে পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে চীন ও যুক্তরাষ্ট্রের ফাইনাল দেখার জন্য ৯০১৮৫ জন দর্শক উপস্থিত ছিলেন। ন্যূ ক্যাম্পে এ মৌসুমে এ ম্যাচে সর্বোচ্চ সংখ্যক দর্শকের উপস্থিতি এটি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন জয়ে স্বাভাবিকভাবে দারুণ খুশি মিডফিল্ডার পুতেলাস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি এ আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই। এটা ছিল দূর্দান্ত এক ম্যাচ। খেলা শেষ হওয়ার পরও দর্শক মাঠ ছাড়তে চাইছিল না। সমর্থকদের সঙ্গে আমরা এমন্ সম্পর্ক তৈরি করতে পেরেছি। তারা গান গাইছিল। তারা ফাইনালের ভেন্যু তুরিনে যেতে চায়। তাদেরকে আমি শুধু ধন্যবাদ দিতে পারি। ’এ ম্যাচকে ঘিরে তিনদিনে ৮০ হাজার টিকেট বিক্রি হয়েছিল বলে ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। তবে বুধবার ম্যাচের দিন বুধবার যখন বৃষ্টি শুরু হয় তখন দর্শক উপস্থিতি নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টি থামার পর যখন সূর্য হাসে তখন ম্যাচের আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে হাজার হাজার সমর্থক হাজির হয়।

জয়টা বার্সার প্রত্যাশিতই ছিল। প্রথম লেগের ফলই তাদের আশাবাদী করে তুলেছিল। মাদ্রিদে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে তারা ৩-১ গোলে জয় পেয়েছিল। প্রত্যাশা মতো সহজ জয়ের পথে যে তারা এগুচ্ছে তার প্রমাণ দিতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। মাত্র অষ্টম মিনিটে তারা এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সহজ জয়ই তারা পেয়েছে। তবে কিছু সময়ের জন্য রিয়াল মাদ্রিদ ঠিকই তাদের থমকে দিয়েছিল। কেননা ১৬ মিনিটে সমতা আনার পর বিরতির পরপরই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ৪৮ মিনিটে জরনোজার গোর রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়েছিল। কিন্তু এরপর রিয়াল মাদ্রিদের ওপর দিয়ে একটা ছোট্ট ঝড় বয়ে যায়। মাত্র ১৮ মিনিট স্থায়ী এ ঝড়ে রিয়াল মাদ্রিদ এক হালি গোল হজম করে। আর তাতেই রিয়ালের বিদায় নিশ্চিত হয়ে যায়। আর বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত হয়।

মন্তব্য