-->
শিরোনাম
বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল টপ ফেভারিট

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল টপ ফেভারিট

কাতার বিশ্বকাপের ড্র শেষ হয়েছে। চূড়ান্ত হয়েছে ফিক্সচারও। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের সেরা দল হিসেবে সর্বাধিকবার চ্যাম্পিয়ন ব্রাজিলকে বেছে নিয়েছে বিশেষজ্ঞরা। তাদের মতে টপ ফেভারিট হিসেবে ব্রাজিলের পাশাপাশি রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। সেখানে স্থান হয়নি মেসির আর্জেন্টিনার। বিশ্বকাপ ড্র শেষে কায়েসার্স স্পোর্টসবুক এ তথ্য জানিয়েছে।

ফেভারিটের তালিকায় থাকা ব্রাজিল ৫-১ এ শীর্ষে রয়েছে। ফ্রান্সের সম্ভাবনা সেখানে ১১-২। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে ৬-১ এবং স্পেনের ১৫-২। কায়েসার্স স্পোর্টসবুক যে আর্জেন্টিনার সম্ভাবনা দেখছে না তা নয়। তবে এবার তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উপরের দলগুলোর তুলনায় একটু কম। আর্জেন্টিনার সম্ভাবনা ১১-১। তার আগে সম্ভাবনাময় দল হিসেবে রয়েছে জার্মানি। তাদের সম্ভাবনা ১০-১। দীর্ঘদিন র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের সম্ভাবনা রয়েছে এর পরেই। তাদের সম্ভাবনার ভাগ ১২-১। একই অবস্থায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের।

মন্তব্য

Beta version