চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ এখনো বাকি। তবে এরই মধ্যে নিজেদের সেমিফাইনালে দেখতে পাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের এ দলটি যে প্রথম লেগে বেনফিকাকে উড়িয়ে দিয়েছে। অ্যাওয়ে ম্যাচেই লিভারপুল ৩-১ গোলে জয় পেয়েছে। ফিরতি লেগটা নিজেদের মাঠে খেলার সুযোগ থাকায় সেমিফাইনালের টিকেটটা দেখতেই পাচ্ছে লিভারপুল।
ম্যাচের ফল যে কি হতে যাচ্ছে তা বুঝিয়ে দিতে মোটেও সময় নেয়নি লিভারপুল। খেলার বয়স আধাঘন্টা হতে না হতেই বেনফিকার গোলরক্ষককে দুইবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। ইব্রাহিমা কোনাতে এবং সাদিও মানে করেন গোল দুটো। তবে জয় নিয়ে সব সংশয় দূর করতে লুইস দিয়াজও স্কোরশিটে নাম লেখান। এই জয়ের ফলে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে জয়ের নতুন রেকর্ড গড়লো। টানা আট অ্যাওয়ে ম্যাচে তারা জয়ের দেখা পেলো।
১৭ মিনিটে লিভারপুল প্রথম গোল পায়। কর্নার থেকে উড়ে আসা বলে কোনাতে জোরালো হেডে গোল করেন। আর ১৭ মিনিট পর সাদিও মানে গোলের খাতায় নাম লেখান। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ২২তম গোল। এ গোলের মাঝ দিয়ে ছাড়িয়ে গেলেন লিভারপুলের লিজেন্ড স্টিভেন জেরার্ডকে। লিভারপুলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন মানের উপরে আছেন শুধু সালাহ।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে গেলেও বিরতিতে খেলায় ফেরার চেষ্টা করে বেনফিকা। তার ফসলও তারা ঘরে তোলে। বিরতির পর মাত্র চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় বেনফিকা। আর এতে যেনো তাদের খেলায় গতি আরো বেড়ে যায়। সে সঙ্গে সমর্থকদের উল্লাস লিভারপুলের মনে কিছুটা হলেও আতঙ্ক ধরিয়ে দেয়। ভয় পেয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। উজ্জ্বীবিত সমর্থকদের ছোঁয়ায় খেলোয়াড়রা উজ্জ্বীবিত হয়ে যদি আর একটা গোল পেয়ে যায় তাহলে সব মাটি হয়ে যাবে। শেষ পর্যন্ত তা হয়নি। তবে ক্লপ তার আতঙ্কের বিষয়টি লুকাননি।
ম্যাচ শেষে ক্লপ বলেন, যখন তারা গোল পেয়ে যায় তখন পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। কেননা সমর্থকরা বেশ উজ্জ্বীবিত হয়ে উঠেছিল। তখন তারা জানতো এক গোলে পিছিয়ে থাকা কোনো বিষয় নয়। এটা আসলে দারুণ ব্যাপার ছিল কিন্তু খুব বেশি কিছু ঘটেনি। যাহোক আমরা যতটা মনে করেছিলাম ম্যাচটি তার থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’
ক্লপ আরো বলেন, বিরতির সময় দুই গোলে এগিয়ে থাকা দারুণ ব্যাপার। তবে এ সময়ে আরো একটা গোল হলে আরো ভালো হতো। যাহোক এটা ভালো হয়েছে। আমরা চমৎকার একটা রেজাল্ট পেয়েছি। আমরা আমাদের প্রতিপক্ষ সম্পর্কে অনেক বেশি জেনেছি। তাদের বিষয়ে ভালোভাবেই জেনেই ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবো।
মন্তব্য