নেইমার বিষয়ে ক্ষুদ্ধ ক্লাব কর্তৃপক্ষ

ক্রীড়া ডেস্ক
নেইমার বিষয়ে ক্ষুদ্ধ ক্লাব কর্তৃপক্ষ

সময়টা ভালো যাচ্ছে না প্যারিস সেন্ত জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা নেইমারের। অনেক ঢাল ঢোল পিটিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ঘরোয়া লিগে এ মৌসুমে ১৬ ম্যাচে সাত গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তো গোলের দেখায় পাননি। মাঠের এই পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের বিশৃঙ্খলা জীবন যাপন। সব মিলিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে নেইমার আর আগের অবস্থায় নেই। বরং পিএসজির কাতারের মালিক কর্তৃপক্ষ তার ওপর নাখোশ।

ক্লাব কর্তৃপক্ষ নেইমারের জীবন যাপনের রীতি নীতিতে ক্ষুদ্ধ। তাদের মতে অন্যসব নামী খেলোয়াড়দের মতো নন নেইমার। তার জীবন যাপন প্রণালী অনেকটায় উচ্ছৃঙ্খলতায় ভরপুর। একই সঙ্গে তার মাঠের পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়।

বিখ্যাত স্পোর্টস পত্রিকা এল ইকুইপ লিখেছে, ক্লাব কর্তৃপক্ষ মনে করছে নেইমার পিএসজি থেকে প্যারিসকে বেশি পছন্দ করে। একই সঙ্গে ফ্রেঞ্চ পত্রিকটাটি ক্লাবের শেয়ারহোল্ডারদের ক্ষোভের কথাও প্রকাশ করেছে।

পিএসজির শেয়ার হোল্ডাররা মনে করছে, তার পেছনে হে হারে অর্থ ব্যয় করা হয়েছে তার তুলনায় ক্লাবের প্রাপ্তি খুবই কম। অথচ তাকে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকে আনা হয়েছিল। তার জন্য বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিতে হয়েছে। তার সঙ্গে অবশ্য বেতনও যোগ হবে। গত পাঁচ বছরে তার পেছনে ৫০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ হয়েছে। নেইমারের পেছনে শুধু যে এই পরিমাণ অর্থ হয়েছে তা নয়। তাকে দলে আনতে নামী সব স্পন্সরশিপে নিশ্চয়তাও দিতে হয়েছে। এ সবই সম্ভব করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার ন্যাশনাল ব্যাংক এবং কাতার এয়ারওয়েজ। কিন্তু যারা নেইমারের পেছনে উদার হাতে অর্থ খরচ করেছে এখন তার পারফরম্যান্সে সবাই হতাশ হয়েছে। এল ইকুইপ জানিয়েছে, ক্লাবের শেয়ারহোল্ডাররা মনে করছে তাদের অর্থের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ ক্ষিপ্ত হলেও তারা আরো একটা বছর নেইমারের পেছনে অর্থ খরচের সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন না। এদিকে ফ্রেঞ্চ মিডিয়া দাবি করেছে এ মৌসুমে নেইমারের ক্লাব ছাড়ার সম্ভাবনা কম। কেননা তার জন্য ব্যাপক অর্থ খরচের সামর্থ্য শুধু ইংলিশ ক্লাব নিউক্যাসেলের রয়েছে।

 

মন্তব্য