দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় সংগ্রহের দিকে এগুচ্ছে। কেশব মহারাজের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত স্বাগতিক দল ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে। আগের দিনের ৫ উইকেট ২৭৮ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। আগের দিনের সঙ্গে মাত্র ২২ রান যোগ হতেই এক উইকেট হারায় তারা। কাইল ভেরেনের উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। তারপর থেকে আবার বাংলাদেশকে একের পর এক অস্বস্তি উপহার দিতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ভিয়ান মুল্ডার ও কেশব মহারাজ। তারা ৮০ রান যোগ করেন। অবশ্য মুল্ডার ৩৩ রানে আউট হলেও মহারাজ তার দায়িত্বশীল ব্যাটিং অব্যাহত রেখেছেন। এরই মধ্যে ৫৮ রান করেছেন তিনি। মহারাজের ৫৮ রান নিয়ে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে এরই মধ্যে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। খালেদ আহমেদের শিকার ৩ উইকেট।
মন্তব্য