ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। শুক্রবার গভীর রাতে মারা গেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি।
আজ শনিবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি নরসিংদীতে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
সাকিব যখন দক্ষিণ আফ্রিকা সফরে তখনই তার শাশুড়িকে সিএমএইচে ভর্তি করা হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। সেজন্য ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছিলেন সাকিব।
স্কুল খুলে যাওয়ায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। কিন্তু মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি সাকিবের স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তার শ্বশুর মমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশে ছিলেন। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা পাননি।
মন্তব্য