টেস্ট ক্রিকেটে দশমবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাইজুল ইসলাম। দুরন্ত গতিতে এগিয়ে চলা মহারাজকে আউট করে এই কৃতিত্ব দেখালেন বাংলাদেশের এই স্পিনার।
দেশের বাইরে ৫ উইকেট নিলেন তিনি তৃতীয়বারের মতো। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছিলেন পাল্লেকেলেতে, এর আগে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশের হয়ে দেশের বাইরে তিন বার তিন উইকেট নিতে পেরেছিলেন মোহাম্মদ রফিকও। বিদেশে ৫ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তাইজুল প্রথম শিকার করেন অধিনায়ক ডিন এলগারকে। এরপর সাজঘরে পাঠান যথাক্রমে কিগান পিটারসেন, রায়ান রিকেলটন ও মাল্ডারকে। তার পাঁচ নম্বর শিকার মহারাজ। যিনি হাঁটছিলেন সেঞ্চুরির দিকে।
তাইজুলের ঝুলিয়ে দেওয়া বলে তিনি হাঁকানোর চেষ্টা করেন বলের পিচে না গিয়েই। ব্যাটে বলে হয়নি, বল লাগে স্টাম্পে। মহারাজের অভিযান শেষ ৯ চার ও ৩ ছক্কায় ৯৫ বলে ৮৪ রান করে। পাঁচ উইকেট নেওয়ার আনন্দে ভাসেন তাইজুল।
মন্তব্য