হার-ব্যর্থতা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এসব ঠিক মানানসই নয়। হার বা ব্যর্থতাÑ যাই হোক না কেন, পর্তুগিজ এ তারকা ঠিক মানিয়ে নিতে পারেন না। যেমনটা পারলেন না এভারটনের সঙ্গে হার মেনে নিতে। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে হারের পর ক্ষিপ্ত রোনালদো এক সমর্থকের ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ক্ষমা চেয়েছেন। গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ০-১ গোলে হেরে যায়। ম্যাচ শেষে যখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন এক সমর্থকের ফোন তিনি ভেঙে ফেরেন। এ ঘটনার পর ইনস্টাগ্রামে রোনালদো ক্ষমা প্রার্থনা করেন।
রোনালদো বলেন, ‘কঠিন মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। আমরা এ মুহূর্তে কঠিন সময় পার করছি। যা হোক, আমাদের সবাইকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। এছাড়া তরুণদের ভালো খেলার উদাহরণ তৈরি করতে হবে। যে ঘটনা ঘটেছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। যদি সম্ভব হয়, তাহলে আমি ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানাব।’ এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড এ ঘটনার তদন্ত করার ঘোষণা দিয়েছে। এভারটনের কাছে হারের ফলে ম্যানইউর অবস্থা বেশ নাজুক অবস্থায় পৌঁছেছে। আগামী মৌসুমে দলটি চ্যাম্পিয়ন্স লিগের খেলার সুযোগও হারাতে চলেছে। ম্যানইউ বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে টটেনহাম হস্পার। এ দলটির চেয়ে ৬ পয়েন্ট পেছনে ম্যানইউ।
মন্তব্য