বিদায় বললেন ইংল্যান্ডের শ্রুবসোলে

ক্রীড়া ডেস্ক
বিদায় বললেন ইংল্যান্ডের শ্রুবসোলে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সদস্য আনয়া শ্রুবসোলে। শীর্ষ পর্যায়ে এক যুগেরও বেশি সময় পারফরম করার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

দারুণ সব স্মৃতি নিয়ে শ্রুবসোলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শ্রুবসোলে। ২০১৭ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে ছিলেন তিনি। এ আসরে অসাধারণ বোলিং করেছিলেন শ্রুবসোলে। তবে ফাইনালে তার পারফরম্যান্স আগের সব পারফরম্যান্সকে টপকে গিয়েছিল। লর্ডসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ৩০ বছর বয়সী বয়সী শ্রুবসোলে শুধু ২০১৭ সালের বিশ্বকাপ নয়, আরো একবার বিশ্বকাপ জয় করেছেন। শুধু তাই নয়, দুইবার অ্যাশেজ জয়ী দলের সদস্য তিনি।

সমারসেটের হয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলেন শ্রুবসোলে। এ পর্যন্ত দেশের হয়ে তিনি ১৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন ২২৭টি। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে। আর টি-২০ ক্রিকেটে রয়েছেন সবার উপরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও এ মুহুর্তে ঘরোয়া ক্রিকেট থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। এ ব্যাপারে শ্রুবসোলে বলেন, ‘গত ১৪ বছর আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারায় আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখনকার সময়ের তুলনায় এখন নারী ক্রিকেট অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কঠিন। সে কারণে আমি এখন সরে দাঁড়ানোর উপযুক্ত সময় মনে করেছি।’

শ্রুবসোলে আরো বলেন, ‘আমি কখনো স্বপ্নে ইংল্যান্ডের জাতীয় দলে খেলার কথা চিন্তা করিনি। যাহোক এ দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমার ক্যারিয়ারে অনেক উত্থান পতন ছিল। তারপরও আমি ২০১৭ সালে লর্ডসে বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরতে পেরেছি। দীর্ঘ এ ক্যারিয়ারে আমাকে অনেকেই সমর্থন করেছেন। আমার পাশে থেকেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। তবে আমার পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কেননা তাদের সমর্থন ছাড়া আমার এতদূর আশা সম্ভব ছিল না। আমার প্রতিটা পদক্ষেপে তারা আমার পাশে ছিল। সুতরাং তাদের সমর্থন ছাড়া আমি এতকিছু করতে পারতাম না।’

ইনজুরির কারণে ২০২১ সালে সেভাবে মাঠে থাকতে পারেননি শ্রুবসোলে। তবে ছিলেন ২০২২ সালে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের নারী বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ রানেন ৩ উইকেট নিলেও জয়োৎসব করতে পারেননি। অস্ট্রেলিয়ার কাছে ৭১ রানে হেরে যায় তার দল।

 

মন্তব্য