-->

দুই মিলানের জয়ে লড়াই জমজমাট

ক্রীড়া প্রতিবেদক
দুই মিলানের জয়ে লড়াই জমজমাট

সিরি ‘এ’ শীর্ষস্থানের লড়াই জমজমাট হয়ে উঠেছে। একবার ইন্টার মিলান শীর্ষে আসে তো পরের ম্যাচে তাদের টপকে যায় এসি মিলান। এ প্রক্রিয়ায় এখন এসি মিলান শীর্ষে উঠে এসেছে। শুক্রবার এসি মিলান নিজেদের মাঠের খেলায় জেনোয়াকে হারিয়ে শীর্ষে উঠে আসে। ২-০ গোলে জয় পেয়েছে এসি মিলান। রাফায়েল লিও এবং জুনিয়র মেসিয়াস গোল দুটো করেন। এদিকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। অ্যাওয়ে ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে স্পেজিয়া। এসি মিলান ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নেতৃত্ব দিচ্ছে। আর মিলানের পয়েন্ট ৬৯। তবে ইন্টার মিলান এক ম্যাচ কম খেলেছে।

এসি মিলানের আগে কিছু সময়ের জন্য ইন্টার মিলান পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল। কেননা এসি মিলানের আগে ইন্টার মিলানের ম্যাচ শেষ হওয়ায় তারা কিছু সময়ের জন্য শীর্ষে থাকার আনন্দ উপভোগ করে।

আগের দুটো ম্যাচে এসি মিলান কোনো গোলের দেখা পায়নি। এ ম্যাচে সেই গোল খরা দূর করতে মোটেও দেরি করেনি। ম্যাচের বয়স ১১ মিনিট হতে না হতেই এসি মিলান গোল করে এগিয়ে যায়। পিয়েরা কালুলুর চমৎকার পাস থেকে রাফায়েল লিয়াও গোল করেন। কিন্তু প্রথমার্ধের চমৎকার পারফরম্যান্স তারা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে ব্যর্থ হয়। ফলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, বরং জেনোয়া তাদের জন্য মাঝে মাঝে হুমকি হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ম্যাচের শেষ মূহুর্তে তারা আরো একটা গোলের দেখা পায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিয়র মেসিয়াস আরো এক গোলের দেখা পায়। তিন ম্যাচে এটা এসি মিলানের প্রথম জয়। আগের দুই ম্যাচে পয়েন্ট হারানোয় তারা পয়েন্ট টেবিলে একচ্ছত্র আধিপত্যের সুযোগ হারায়। তবে ২০১১ সালের পর এই প্রথম তারা শিরোপা জয়ের সম্ভাবনা ধরে রেখেছে।

এসি মিলানের ঠিক বিপরীত অবস্থায় ইন্টার মিলান। স্পেজিয়াকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ইন্টার। মার্সেলো ব্রোভোভিচ, লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস সানচেজ গোল করেন। অপেক্ষাকৃত দুর্বল হলেও স্পেজিয়া শুরু থেকেই ইন্টারের বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের প্রতিরোধ ভেঙ্গে প্রথম গোল পেতে ইন্টারকে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। এ গোলের পর ইন্টার একের পর এক গোলের সুযোগ পায়। কিন্তু সুযোগগুলো বাস্তবে রূপ দিতে তাদের ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। লাউতারো মার্টিনেজ করেন গোলটি। মার্টিনেজের এ গোলের উৎসব শেষ হতে না হতে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন গিউলিও ম্যাগিওরে। স্পেজিয়া ব্যবধান কমিয়ে ২-১ করে। ফলে ইন্টারের সামনে পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দেয়। তবে ইনজুরি সময়ে সেই শঙ্কা উড়িয়ে দেন সানচেজ। ইন্টার ৩-১ গোলে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে ইনজাঘি বলেন, ‘এটা দারুণ এক জয়। আমরা জানতাম এ ম্যাচ জয় পাওয়া সহজ হবে না। প্রথম ১০ মিনিট আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আমরা তাদের অনেক সুযোগ দিয়েছি। যাহোক আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জয়। আমরা অনেক সুযোগ পেয়েছি। তিন ম্যাচে তিন জয়। এটা আমাদের বিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে।’

মন্তব্য

Beta version