সন্তান হারানোর বেদনায় রোনালদো

ক্রীড়া ডেস্ক
সন্তান হারানোর বেদনায় রোনালদো

আবারো বাবা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন সংবাদে রোনালদোর পরিবারে আনন্দে বয়ে যাওয়ার কথা। কিন্তু হয়েছে উল্টোটা। দুঃখে ভারাক্রান্ত রোনালদোর পরিবার। সন্তান হারানোর বেদনায় পড়ুতে হচ্ছে তাদের।

রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগুয়েজ যমজ সন্তানের মা হয়েছিলেন। কিন্তু একটি সন্তান জম্মের পর মারা যায়। রদ্রিগুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের এক সন্তান মারা গেছে। আমাদের জন্য এটা বড় এক আঘাত, যা একমাত্র বাবা মায়েরাই অনুভব করতে পারে।’

গত বছরের শেষের দিকে রোনালদো জোড়া সন্তান আগমণের আগাম সংবাদ দিয়েছিলেন। সন্তানের মৃত্যুও পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন মূহুর্তে বেঁচে থাকা মেয়ে সন্তান আমাদের শক্তি যোগাচ্ছে, আশা দেখাচ্ছে। যে ঘটনা ঘটেছে তাতে আমরা হতাশায় ডুবে গেছি। এ মুহুর্তে আমরা একটু একা থাকতে চাই। যাহোক এ সময়ে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ডাক্তার ও নার্সদের জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, রোনালদোদের আরো চারটি সন্তান রয়েছে। নতুন সন্তান নিয়ে তাদের সন্তান সংখ্যা দাঁড়ালো পাঁচে।

মন্তব্য