নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড উড়িয়ে দিলো লিভারপুল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ৪-০ গোলে জয় পেয়েছে। লুইস ডিয়াজ ও সাদিও মানে করেছেন গোল দুটো।
ম্যানইউকে উড়িয়ে দেওয়ার মাঝ দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। টপকে গেছে ম্যানচেস্টার সিটিকে। ৩২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৭৬। অন্যদিকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। এ জয়ে লিভারপুল শুধু যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তা নয়, লিগ শিরোপা জয়ের যে তারা অন্যতম দাবিদার সে কথাটাও প্রতিষ্ঠিত করেছে। ম্যানচেস্টার সিটিকে সতর্ক করে দিয়েছে। ম্যানসিটি এখন একটু পা হড়কালেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাবে। পেপ গার্দিওলার ম্যানসিটি বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মুখোমুখি হবে।
ম্যানইউয়ের সামনে যেখানে লিভাপুলের কম্পমান হওয়ার কথা। সেখান লিভারপুর গোল উৎসবে মেতে ওঠে। ম্যাচের শুরুতেই সফরকারীদের তারা বুঝিয়ে দেয় অ্যানফিল্ড সফরটা মোটেও স্বস্তির হবে না। শেষ পর্যন্ত তাই হয়েছে। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। কাউন্টার অ্যাটাক থেকে মোহাম্মদ সালাহর ক্রস কাজে লাগিয়ে লুইস ডিয়াস দলকে এগিয়ে নেন। মাত্র দুই মিনিট ব্যবধানে লিভারপুল সমর্থকরা দাঁড়িয়ে যায়। গোলের কারণে নয়, সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদো পরিকার সদ্য জম্ম নেওয়া সন্তান হারিয়েছে। তার প্রতি সমবেনা জানাতেই লিবারপুল সমর্থকরা কিছু সময় দাঁড়িয়ে থাকে।
প্রথম গোলের ধাক্কা সামলাতে না সামলাতে ম্যানইউয়ের সামনে আরো এক ধাক্কা এসে হাজির হয়। তবে গোলের নয়, পল পগবা ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে লিভারপুল আরো আধিপত্য বিস্তারের সুযোগ পেয়ে যায়। আর সে সুযোগেই লিভারপুল ব্যবধান দ্বিগুন করে নেয়। ২২ মিনিটে গোল করেন মোহাম্মদ সালাহ। সাদিও মানের পাস থেকে গোলটি করেন সালাহ। এটি ছিল এ রাতে সালাহর প্রথম গোল। এ গোলের মাধ্যমে ক্লাব ও দেশের আট ম্যাচে গোল ক্ষরা ঘোঁচালেন সালাহ।
বিরতির আগে আর কোন গোল হয়নি। বিরতির পর অবশ্য ম্যানইউকে একটু ভিন্ন চেহারায় দেখা যায়। তাদের খেলায় উন্নতির ছাপ লক্ষ্য করা যায়। আর লিভারপুর প্রথমার্ধের দ্যুতি হারিয়ে ফেলে। তবে বেশি সময়ের জন্য নয়। দ্রুত তারা খেলাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং গোলও পায়। সাদিও মানে করেন গোলটি। ৬৮ মিনিটে তার করা গোলের সুবাদে লিভারপুলের জয় নিশ্চিত হয়ে যায়। খেলার শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে মোহাম্মদ সালাহ তার দ্বিতীয় গোল পান। সে সঙ্গে লিভারপুলের জয় ৪-০ গোলে নিশ্চিত হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটা ছিল ভয়ঙ্কর এক রাত। লিভারপুলের বিপক্ষে টানা আট ম্যাচে তারা জয়হীন থাকলো। শুধু তাই নয়, অ্যানফিল্ডে টানা ছয় সফরে তারা কোনো গোলও করতে পারেনি।
এদিকে এ জয়ের ফলে লিভারপুল লিগে ১৩ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি দেখালো। রেড ডেভিলদের অবশ্য নিজেদের অপরাজিত ম্যাচের সংখ্যার রেকর্ড ভাঙ্গতে আরো অনেক পথ পার হতে হবে। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা ২৭ ম্যাচে অপরাজিত ছিল।
এদিকে হারের ফলে ম্যানইউ গোল পার্থক্যে আর্সেনালের নিচে নেমে গেছে। দুই ক্লাবের পয়েন্ট ৫৪। আর্সেনাল রয়েছে পঞ্চম স্থানে আর ম্যানইউ ষষ্ঠ স্থানে।
মন্তব্য