দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে। তবে শেষ হয়েও শেষ হয়নি। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফিরতি লেগের ম্যাচটি বাকি রয়েছে। ফিরতি লেগের এ ম্যাচে ব্রাজিলের মাটিতে শুরু হয়েও শেষ হয়নি। ম্যাচ শুরুর পর করোনাভাইরাসের কারণে কয়েক মিনিট পরই ম্যাচটি বাতিল হয়ে যায়। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের লোকজনের অযাচিত হস্তক্ষেপে আকর্ষণীয় ম্যাচটি উপভোগ থেকে ফুটবলপ্রেমীরা বঞ্চিত হয়।
ফিরতি লেগের এ ম্যাচটি আর অনুষ্ঠিত হবে কিনা- সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর বয়ে এনেছে দল দুটি। আগামী ১১ জুন এক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে। ব্রাজিল বা আর্জেন্টিনায় নয়, ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। দেশটির মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আমেরিকার এ দেশ দুটো মুখোমুখি হবে। ভিক্টোরিয়ান গভর্নমেন্ট বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। ৯৫ হাজার দর্শক স্টেডিয়াামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করার সুযোগ পাবে।
ম্যাচটি সম্পর্কে অস্ট্রেলিয়ার পর্যটন, স্পোর্ট ও মেজর ইভেন্ট মন্ত্রী মার্টিন পাকুলা বলেন, ‘বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দল আবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। আর এ ম্যাচকে ঘিরে মিলিয়ন মিলিয়ন ফূটবলপ্রেমীর নজর থাকবে মেলবোর্নে। ভিক্টোরিয়ায় হাজার হাজার পর্যটক উপস্থিত হবে।
ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আশা করা হচ্ছে এ ম্যাচে ব্রাজিলের নেইমার এবং আর্জেন্টিনার লিওনেল মেসিকে মুখোমুখি হতে দেখা যাবে।
পাঁচ বছর আগে একবার এই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়েছিল। সে লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছিল। আর ১০ বছর আগেই এই মেলবোর্নে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। সে ম্যাচে মেসির গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
আগামী ২১ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হবে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
মন্তব্য