ড্র করে শিরোপা নিশ্চিত করলো পিএসজি

ক্রীড়া ডেস্ক
ড্র করে শিরোপা নিশ্চিত করলো পিএসজি

লিগের এখনো চার ম্যাচ বাকি। তবে এরই মধ্যে শনিবার রাতে শিরোপা জয়ের উৎসব সেরে ফেললো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠের খেলায় লেন্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেই পিএসজি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। পিএসজির হয়ে লিওনেল মেসি এবং লেন্সের হয়ে কোরেন্তিন জা গোল করেন।

পিএসজির শিরোপা জয়ের উৎসবটা সমর্থকদের কারণে একটু হলেও বিবর্ণ হয়েছে। খেলোয়াড়দের রেখেই সমর্থকরা মাঠের বাইরে চলে যায় এবং সেখানে তারা উৎসবে মেতে ওঠে।

কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর এটা প্রথম লিগ জয়। থমাস টুখেলের কাছ থেকে ২০২১ সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন। এ সময়ে তিনি ফ্রেঞ্চ কাপ ও ট্রফি ডি চ্যাম্পিয়ন্সও জিতেছেন। প্রথম মৌসুমে এমন সাফল্য সত্ত্বেও পিএসজিতে তার ভবিষ্যত অনিশ্চয়তায়। ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছি। সমর্থকরা আমাদের থেকে দূরে সরে থাকছে। আশা করছি এ সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সব ধরণের প্রতিবাদ আমরা মেনে চলি। তবে আমরা যে শিরোপা জয় করেছি তার প্রতিও সম্মান দেখাতে হবে।’

আগেভাগে লিগ নিশ্চিত করার জন্য এ ম্যাচ থেকে পিএসজির একটা মাত্র পয়েন্ট দরকার ছিল। কাঙ্খিত সে পয়েন্টই তারা পেয়েছে। লেন্সই তাদের এ সুযোগ করে দেয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মেসি দারুণ এক গোলে দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে মেসির গোলের আগেই লেন্স ১০ জনের দলে পরিণত হয়েছিল। ডানসো লাল কার্ড দেখে বহিষ্কৃত হয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিটে আগে লেন্স সমতা ফিরিয়ে আনে।

এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে পিএসজি ফ্রেঞ্চ লিগে লিগ জয়ের রেকর্ড গড়েছে। ১০ বার শিরোপা জিতেছে তারা। তবে সর্বাধিকবার শিরোপা জয়ের কীর্তিটা এককভাবে উপভোগ করতে তাদের আরো একবার জিততে হবে। সেন্ত ইতিয়েনেও ১০বার শিরোপা জিতেছে। এবার নিয়ে গত ১০ মৌসুমে পিএসজি আটবার লিগ জয়ের কৃতিত্ব দেখাল। গত ১০ মৌসুমের মধ্যে তারা ২০১৫-১৬ ও ২০২০-২১ মৌসুম লিগ জিততে ব্যর্থ হয়।

আগেভাগে মেসি-নেইমার-এমবাপেরা দলকে লিগ শিরোপা এনে দিলেও সমর্থকদেও মন কাড়তে পারেনি। ফলে ম্যাচের শেষ বাঁশি বাজার প্রায় ১৫ মিনিট আগে তারা গ্যালারি ছেড়ে চলে যায়। ফলে খেলোয়াড়রা শিরোপা জয়ের উৎসবও করতে পারেনি। সমর্থকদের উদ্দেশে ল্যাপ অব অনার দিতে পারেনি। মূলত দলের বাজে পারফরম্যান্সই সমর্থকদের এমন ক্ষিপ্ত করে তোলে। লিগ শিরোপা নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে বিদায়ের বিষয়টা এখনো সমর্থকরা মেনে নিতে পারেনি।

ম্যাচ শেষে এ ব্যাপারে মিডফিল্ডার মার্কো ভেরাত্তি বলেন, ‘এটা এমন একটা কিছু যা আমি বঝুতে পারছি না। আমি জানি রিয়াল মাদ্রিদের বিষয়টি নিয়ে তারা হতাশ। তবে এ মুহুর্তে আমাদের এগিয়ে যেতে হবে।’

পিএসজি অধিনায়ক মার্কুইনহস এ ঘটনাকে লজ্জাজনক বর্ণনা করেন। তিনি বলেন, ‘এখনকার পরিবেশ লজ্জাজনক। ফুটবল আমাদের প্যাশন। যতদূর সম্ভব এ থেকে আমাদের আনন্দ নিতে হবে। সমর্থকরা আমাদের সঙ্গে নেই-এটা আমাদের জন্য লজ্জাজনক। যাহোক এর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

মন্তব্য