দেখতে দেখতে বয়সটা কম হলো না। এরই মধ্যে বয়স ৩৭ হয়েছে ইতালি ডিফেন্ডার গিওর্গি চিয়েলিনি। তাইতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। আগামী জুনে ওয়েম্বলিতে আর্জেন্টিনার সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচ রয়েছে ইতালির। এ ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব এবার ইতালি পার হতে পারেনি। মূলত জাতীয় দলের এ ব্যর্থতা চিয়েলিনিকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। গত সোমবার ঘরোয়া লিগে সাসুউলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর চিয়েলিনি এ তথ্য জানান। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আগামী জুনে ওয়েম্বলিতে আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাব। এখানে আমি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছিলাম। আমি একটা চমৎকার স্মৃতি নিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চাই। ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলা প্রীতি ম্যাচটিই হবে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’
জাতীয় দলের হয়ে চিয়েলিনি এরই মধ্যে ১১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ইতালির জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে রয়েছেন। তার উপরে রয়েছেন আন্দ্রে পিরলো, ড্যানিয়েল ডি রসি, পাউলো মালদিনি, ফ্যাবিও কানাভারো ও গিয়ানলুইগি বুফন।
সোমবার সাসুউলোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছিলেন চিয়েলিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেও ক্লাব ফুটবলে খেলা অব্যাহত রাখবেন কিনা সে ব্যাপারটি রহস্যময় রেখেছেন এ ডিফেন্ডার। এ ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি তিনি। তবে জানিয়েছেন, ‘আমার ভালোবাসা জুভেন্টাস। ক্লাবটির সঙ্গে আমার সম্পর্ক শেষ হচ্ছে না। এ সম্পর্ক কখনো শেষ হবে না। অবশ্যই এ মৌসুম শেষে আমার সবকিছু মূল্যায়নের জন্য বসবো। আমার পরিবারের সঙ্গে কথা বলবো। তারপর ক্লাব ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
চিয়েলিন আরো বলেন, ‘ঘরোয়া লিগ আমরা চতুর্থ স্থানের জন্য লড়ছি। আশা করছি কোপা ইতালিয়া জয় করবো। তারপর আমার দুই পরিবার- আমার বাড়ির সদস্য এবং ক্লাব সদস্যদের সঙ্গে বসবো। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। গত বছরের বিষয়টিও একই রকম ছিল। যে কারণে আমি নতুন করে কোনো চুক্তি করিনি। কেননা আমার বয়স হয়েছে। আর এ বয়সে দীর্ঘ কোনো চুক্তিতে যাওয়া ঠিক হবে না। এটাই স্বাভাবিক।’
মন্তব্য