-->

সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সাকিব

ক্রীড়া ডেস্ক
সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সাকিব

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলে ঠাই পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করে আইসিসি। মূলত, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নিজেদের ক্যারিয়ারের সেরা রেটিং পাওয়াদের নিয়ে তালিকা তৈরি করেছে আইসিসি। বর্তমানে ২৩২ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন সাকিব। ২৭৬ রেটিং নিয়ে সবার উপরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ৫৫৭ রেটিং নিয়ে সবার উপরে তিনি।

৪১২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৯৭ রেটিং চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম স্থানে থাকা ভারতের যুবরাজ সিংয়ের ৩৬৩ রেটিং। ৩৬২ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে শ্রীলংকার সনাথ জয়সুরিয়া। ৩৫৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবি। পরের তিনটিস্থানে আছেন যথাক্রমে- অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (৩২১) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৩০০)।

 

মন্তব্য

Beta version