-->
শিরোনাম

মাইলফলক ছুঁয়েও মন ভরছে না ক্লপের

ক্রীড়া ডেস্ক
মাইলফলক ছুঁয়েও মন ভরছে না ক্লপের

ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এ জয়ের ফলে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ছুঁয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে ৫০ জয়ের মাইলফলকও। তবে এত কিছুর পরও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না লিভারপুল কোচ। জানালেন, লড়াইটা তো শুধু অর্ধেকই শেষ হয়েছে! এ ম্যাচের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শতভাগ হোম ম্যাচ জয়ে সেরার রেকর্ডটা ছিল কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি আর ওটমার হিটজফেল্ডের দখলে। দুজনই জিতেছিলেন ৪টি করে ম্যাচ। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন ক্লপ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুটি আর লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হোম ম্যাচে জয় ছিল ক্লপের। এবার পেলেন চতুর্থ জয়টা। তাতেই ভাগ বসিয়েছেন দুই কিংবদন্তির রেকর্ডে।

এ রেকর্ডটা এসেছে ক্লপের ভাষায় ‘অসাধারণ’ এক ম্যাচ জিতে। জার্মান এ কোচ বলেন, ‘অসাধারণ একটা ম্যাচ ছিল। প্রথমার্ধটা আমার খুব পছন্দ হয়েছে, শুধু তখন আমরা গোলটা করতে পারিনি, এটাই আসলে একমাত্র সমস্যা ছিল। কিন্তু আমরা তাদের থামিয়ে রাখতে পেরেছি; এটা গুরুত্বপূর্ণ, যে আক্রমণভাগ তাদের আছে সেটা এর কারণ। আমরা অনেকগুলো ভালো মুহূর্ত তৈরি করতে পেরেছিলাম, গোল পাইনি, এটা সত্য।’ তিনি আরো যোগ করেন, ‘কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা এমন পরিস্থিতিগুলোকে ভালোভাবে শেষ করতে পেরেছি। দুটি গোলই দারুণ ছিল। আমরা তৃতীয় গোলের জন্য চেষ্টা করছিলাম। কিন্তু যখনই খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে এসেছিল, তখন থেকেই আমরা তা ধরে রেখেছিলাম।’

ক্লপ আরো বলেন, খেলাটা শেষ হয়ে যায়নি এখনই, ‘ফুটবলে প্রতিপক্ষের প্রতি আপনার শ্রদ্ধাটা বোঝা যায় যখন আপনি রক্ষণকাজটা সামলান। এটাই আমরা করেছি, আমার সেটা ভালো লেগেছে বেশ। আমাদের কাউন্টার প্রেসটা দুর্দান্ত ছিল। ছেলেরা খেলাটার প্রথম থেকে শেষ সেকেন্ড পর্যন্ত মনোযোগী ছিল, সে কারণেই আমরা জিতেছি। যদিও এখন মাত্র খেলার অর্ধেক শেষ হয়েছে, তবু খেলা শুরুর আগের সময়টা থেকে এখন পরিস্থিতিটা ভালো।’ দ্বিতীয় লেগে ভিয়ারিয়াল ফরোয়ার্ড জেরার্ড মোরেনো ফিরবেন নিষেধাজ্ঞা থেকে। তবে কোচ ক্লপের কাছে সেটা সমস্যার বিষয় নয় মোটেও। নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসীই শোনাল ক্লপকে। বললেন, ‘দ্বিতীয় লেগে জেরার্ড মোরেনো ফিরবে, সম্ভবত আরো একজন ফিরবেন। এটাই সবকিছু নয়, এটা কোনো সমস্যাও নয়। আমরা দুই লেগের আগেই বিষয়টা জানতাম। যদি আজ গোলশূন্য ড্রও করতাম, তাহলেও সেখানে যেতে হতো, এ তো!’ ফিরতি লেগের লড়াইয়ে আগামী ৪ মে ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে আবারো মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য

Beta version