-->
শিরোনাম

ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান সালাহ

ক্রীড়া ডেস্ক
ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান সালাহ

ভিয়ারিয়াল হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে মোহাম্মদ সালাহর লিভারপুল। তাদের প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ফলাফল অনুসারে ম্যানস্টোর সিটি একটু হলেও এগিয়ে রয়েছে। বুধবার রাতে ফিরতি লেগের ম্যাচ। এ ম্যাচের মাধ্যমে লিভারপুলের প্রতিপক্ষ চূড়ান্ত হবে।

খেলার মাধ্যমে যে দল ফাইনালে উঠুক না কেন শিরোপা লড়াইয়ে মোহাম্মদ সালাহর পছন্দ রিয়াল মাদ্রিদকে। ফাইনালে কোন দলকে পছন্দ এমন প্রশ্নের উত্তরে রিয়াল মাদ্রিদের নাম বলতে মোটেও দেরি করেননি। সালাহ বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি কথা বলতে কি ম্যানচেস্টার সিটি খুবই কঠিন এক দল। এ মৌসুমে কয়েকবার তাদের বিপক্ষে আমরা খেলেছি। চেনা প্রতিপক্ষ। তারপরও আমি ব্যক্তিগতভাবে ফাইনালে রিয়াল মাদ্রিদকে চাই।’

ঘরোয়া শিরোপা লড়াইয়ে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ম্যানসিটি থেকে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে শিরোপা জয়ের লড়াইয়ে দৌড়াচ্ছে লিভারপুল। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে সালাহর একটা পুরানো লড়াই রয়েছে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাদ্রিদের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছিল। সালাহ সে ম্যাচে ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি।

সে কথা স্মরণ করে সালাহ বলেন, ‘আমরা ফাইনালে হেরেছিলাম। তাদের বিপক্ষে আবার খেলতে চাই। আশা করছি এবার তাদেরকে আমরা হারাতে পারবো।’

মন্তব্য

Beta version