ওল্ড ট্রাফোর্ডে তাদের শেষ ম্যাচ

ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ডে তাদের শেষ ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াই এখনো শেষ হয়নি। তবে ওল্ড ট্রাফোর্ডে এ মৌসুমের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষ। বেশির ভাগ দলের এখনো পর্যন্ত চারটা করে ম্যাচ বাকি থাকলেও ম্যানইউয়ের রয়েছে দুটো। আর সে দুই ম্যাচ তারা অ্যাওয়েতে খেলবে। আর তার অর্থ হচ্ছে ম্যানইউ সমর্থকরা এরই মধ্যে কয়েকজন খেলোয়াড়কে ওল্ড ট্রাফোর্ডে শেষবারের মতো দেখে ফেলেছে।

গত সোমবার ম্যানইউ নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নেমেছিল। সে ম্যাচে স্বাগতিকরা ৩-০ গোলে জয় পায়। মৌসুমে সাফল্যের সঙ্গে ম্যানইউয়ের আড়ি হলেও এ ম্যাচ শেষে খেলোয়াড় ও সমর্থকরা অন্যরকম এক উৎসবে মেতে ওঠে। এ উৎসবের মাধ্যমে ম্যানইউ সমর্থকরা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিদায়ী অভিবাদন জানায়। তাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোও রয়েছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো :ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়নি। এখনো এক বছর রয়েছে। নতুন কোচের সঙ্গে রসায়ন ঠিক জমবে না রোনালদোর। আর তাইতো নতুন ঠিকানা দরকার হয়ে পড়েছে এই পর্তুগীজ তারকার। নিজেই সে কথা জানিয়ে রোনালদো বলেছেন, ‘নতুন কোচ কি পরিকল্পনা করছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমাদের কথা বলা দরকার।’

হুয়ান মাতা : স্প্যানিয়ার্ড তারকা হুয়ান মাতার সঙ্গে ম্যানইউয়ের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। মাতার সঙ্গে বেশ কয়েকবার ম্যানইউয়ের চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে। কিন্তু এবার সে পথে হাঁটছে না ম্যানইউ। ফলে মাতাকে বিদায় বলতে হচ্ছে। ২০১৪ সালে ম্যানইউতে যোগ দেওয়ার পর তিনি ২৮৩টি ম্যাচ খেলেছেন। ৫১ গোল করেছেন, গোলের সহায়তা করেছেন ৪৭টিতে।

এদিনসন কাভানি :বিদায় বলতে হচ্ছে এদিনসন কাভানিকে। ওল্ড ট্রাফোর্ডে শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখার সুযোগ তাকে দিয়েছিলেন কোচ র‌্যাংনিক। ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট খেলেছেন তিনি।

পল পগবা : বিদায়ের তালিকায় রয়েছেন পল পগবাও। ম্যানইউয়ের হয়ে তিনি ২৩৩ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৯টি। গোলের রূপকার ছিলেন ৫১টি। ইনজুরির কারণে শেষ ম্যাচে তার তার খেলা হয়নি।

রালফ র‌্যাংনিক :  এসব খেলোয়াড়দের মতো কোচ রালফ র‌্যাংনিককেও বিদায় নিতে হচ্ছে। তবে ক্লাব থেকে নয়, কোচের পদ থেকে। নতুন কোচের পরামর্শক হিসেবে হয়তো তিনি থাকবেন। তবে অস্ট্রিয়া দলেরও দায়িত্ব নেবেন তিনি। তার অধীনে ম্যানইউ ২৭ ম্যাচ খেলেছে। জয়ের সংখ্যা মাত্র ১১। ড্র করেছে ৯ ম্যাচে, আর হার সাত ম্যাচে।

 

 

মন্তব্য