গতবার নারী আইপিএল অর্থাৎ উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন দুজন। সালমা খাতুন ও জাহানারা আলম। এবার কপাল খুলেছে অবশ্য একজনের। ডাক পেয়েছেন সালমা। উপেক্ষিত থাকলেন জাহানারা। তিন দলের এ টুর্নামেন্টে কোন দলে তিনি খেলবেনÑ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতবার সালমা খেলেছিলেন ট্রেইল ব্লেজার্সে। অভিষেকেই চমক দেখান তিনি। চ্যাম্পিয়ন হয় তার দল। ব্যাট ও বল হাতে ভালো করেন সালমাও। আগামী ১৫ মে ভারত যেতে পারেন তিনি। তিন দলের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জের এবাররের আসর মাঠে গড়াবে ২৩ মে পুনেতে। ২৪ মে হবে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে লিগের শেষ ম্যাচ। ২৮ মে হবে ফাইনাল। প্রথম দুই আসরে টানা খেলেছেন বাংলাদেশের জাহানারা। শেষ আসরে ভালো না করতে পারায় এবার তার খেলা হচ্ছে না। তবে এবার সবার চোখটা থাকবে সালমার ওপর। গত ওয়ানডে বিশ^কাপে ভালো করার সুবাদে এমন সুখবরটা পেলেন সালমা।
মন্তব্য