শুভেচ্ছাদূত মেসি

ক্রীড়া ডেস্ক
শুভেচ্ছাদূত মেসি

মধ্যপ্রাচ্যের পর্যটনশিল্পে নিজের নাম লেখালেন লিওনেল মেসি। সৌদি আরবের পর্যটনশিল্পের শুভেচ্ছাদূত হয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টার। সৌদি আরবের হাজার বছরের পুরোনো ঐতিহ্যকে বিশে^র সামনে তুলে ধরতে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রচারণায় অংশ নেবেন মেসি। সে লক্ষ্যে ইতোমধ্যে জেদ্দা পৌঁছে গেছেন মেসি। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক টুইটবার্তায় লেখেন, ‘সৌদি আরবে লিওনেল মেসিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এটি মেসির প্রথম সৌদি আরব সফর নয়। নিশ্চিতভাবে এটি তার শেষ সফরও নয়।’

ফুটবল ক্লাব আল-হিলাল এবং সৌদি জাতীয় দলের ফরোয়ার্ড সামি আল-জাবের বলেছেন, মেসিকে সৌদি পর্যটনের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপ, যা বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে সৌদি আরবের অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উপস্থাপিত করবে। গত বছর অবশ্য এ ধরনের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি। সৌদি আরবের পর্যটন বোর্ডের প্রচারে অংশ নিতে তৎকালীন বার্সা অধিনায়ককে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তবে কী কারণে মেসি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্তব্য