-->
শিরোনাম

মেসির জোড়া গোল

ক্রীড়া ডেস্ক
মেসির জোড়া গোল

ঘরোয়া শিরোপা জয় আগেই নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। তারপরও তাদের জয়ের ধারা অব্যাহত রয়েছে। শনিবার মন্তপেলিয়েরকে তারা ৪-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। অন্য দুই গোল কলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে।

লিগের ম্যাচ এখনো শেষ হয়নি। পিএসজির আর মাত্র একটা ম্যাচ বাকি। এরই মধ্যে তারা দ্বিতীয় স্থানে থাকা মোনাকো থেকে ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে। এ জয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৩। দ্বিতীয় স্থানের মোনাকোর পয়েন্ট ৬৮। সমান পয়েন্ট মার্শেইয়ের। তবে গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে।

মন্তপেলিয়েরের বিপক্ষে ২৬ মিনিটেই তিন গোল করেছিল পিএসজি। এর মধ্যে দুটো ছিল মেসির। অন্যটি মারিয়ার। মেসি ছয় ও বিশ মিনিটে গোল দুটো করেন। এ জোড়া গোলের সুবাদে লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো ছয়ে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এমবাপে গোল করেন। এ নিয়ে লিগে এমবাপের গোলের সংখ্যা দাঁড়ালো ১৫। লিগে গোল সংখ্যায় নেতৃত্ব দিচ্ছেন। তার থেকে এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকোর ভিসাম বেন ইয়েদের। শনিবার হ্যাটট্রিকের সুবাদে ইয়েদের এমবাপের সঙ্গে গোলের ব্যবধান কমিয়ে এনেছে। তার হ্যাটট্রিকের সুবাদে মোনাকো ৪-২ গোলে হারায় স্তাদে ব্রেসটইসকে। এ জয়ের ফলে মোনাকোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

মোনাকোর এটা ছিল নাটকীয় জয়। কেননা ম্যাচের শুরুতেই তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল। তারপরই শুরু হয় ইয়েদেরের চমক। আর তাতেই ব্রেসটইসের হার নিশ্চিত হয়ে যায়।

 

মন্তব্য

Beta version