চট্টগ্রামে শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। সাগরিকার ব্যাটিংবান্ধব উইকেটে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে মোটেও ভাবেননি লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক একই সিদ্ধান্ত নিতে বলে জানিয়েছেন। তবে আগে বোলিং পাওয়ায় প্রথম ঘন্টায় উইকেটের সুবিধা তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক।
এদিক গত রাতে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সায়মন্ডস সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় দুই দল শোক পালন করবে।
শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে,ওশাদা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, লাসিথ ইম্বুলদেনিয়া, অসিত ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ: তামিম ইকবার, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।
মন্তব্য