হামজাকে ৯ মাস নিষিদ্ধ করল আইসিসি

ক্রীড়া ডেস্ক
হামজাকে ৯ মাস নিষিদ্ধ করল আইসিসি

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজাকে সব ধরনের ক্রিকেট থেকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পার্লে অ্যান্টি ডোপিং ইউনিটের কাছে পরীক্ষার জন্য হামজার দেওয়া নমুনা পরীক্ষা কনের রিপোর্টে নিষিদ্ধ সাবস্ট্যান্স পাওয়া গেছে। যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং (ওয়াডা) কর্তৃক নির্ধারিত সেকশন ৫ এর সাথে মিল আছে।

আইসিসির দেয়া শাস্তি মেনে নিয়েছেন হামজা। গত ২২ মার্চ থেকে তার শাস্তি শুরু হবে। এর মানে হচ্ছে আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন হামজা।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে হামজা বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে কখনও নিষিদ্ধ ডোপ গ্রহণ করিনি। তবে আমি স্বস্তি পেয়েছি, আইসিসির সবকিছু নিশ্চিত করেছে। আমি এই পরিস্থিতি থেকে যা শিখেছি তা আমার সহকর্মী খেলোয়াড়দের সাথে ভাগাভাগি করব।’

২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু হয় হামজার। দেশের শততম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি। ২০২১ সালে প্রথম ওয়ানডে খেলেন তিনি। দেশের হয়ে ৬ টেস্টে ২১২ রান ও ১টি ওয়ানডেতে ৫৬ রান করেছেন হামজা।

ব্যক্তিগত কারণে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলেননি হামজা।

মন্তব্য