-->

চেলসির ইনজুরি সমস্যা শেষ হওয়ার নয় : টুখেল

ক্রীড়া ডেস্ক
চেলসির ইনজুরি সমস্যা শেষ হওয়ার নয় : টুখেল

চেলসি ম্যানেজার থমাস টুখেল বলেছেন, তার দল শুধু ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে সমস্যায় পড়েছে। আর এ সমস্যা চেলসির কখনোই যাবে না বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে আগামী মৌসুমে একটি পরিপূর্ণ ফিট স্কোয়াড হাতে না পেলে এগিয়ে যাওয়া কঠিন বলে বিশ^াস করেন তিনি।

লন্ডনের ক্লাবটি গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল। কিন্তু এবারের মৌসুমজুড়েই বেশকিছু খেলোয়াড়ের ইনজুরি ব্লুজদের বারবার বিপাকে ফেলেছে। এর মধ্যে এনগোলো কন্তে, বেন চিলওয়েল, মাতেও কোভাচিচ, থিয়াগো সিলভা ও কেই হাভার্টজ তো মৌসুমের বেশিরভাগ সময়ই খেলতে পারেননি। টুখেল বলেন, ‘অবশ্যই আমি মনে করি, আমাদের আরো ভালো করা উচিত ছিল। ইনজুরির বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই আমাদের আলাদা করে ভাবার সময় এসে গেছে। গোল করার ক্ষমতা, ধারাবাহিকতা, প্রতিশ্রুতি, দক্ষতা, রক্ষণভাগ সবকিছুতেই দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে ইনজুরির কারণে কন্তে, চিলওয়েল, রেসি জেমসের অনুপস্থিতি আমরা অনুভব করেছি। গত সপ্তাহের দিকে তাকালে দেখা যাবেÑ অবিশ^াস্যভাবে আমরা শীর্ষ তিনে উঠে এসেছি। এর আগে আমরা সপ্তাহের পর সপ্তাহ নিজেদের ফিরে পাইনি। এ মুহূর্তে পরিবর্তনটা মনে হয় জরুরি হয়ে পড়েছে। প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ, যে কারণে সবার উপস্থিতিটাও জরুরি।’

বৃহস্পতিবার লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে ড্র করে চেলসি টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এ ড্রয়ে ৩৭ ম্যাচে চেলসির ৭১ পয়েন্ট অর্জিত হয়েছে। লন্ডনের প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারের থেকে ৩ পয়েন্টের সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে রয়েছে ব্লুজরা। মৌসুমের শেষ ম্যাচে ওয়াটফোর্ডকে আতিথ্য দেবে টুখেলের দল। টুখেল বিশ^াস করেন ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে হলে এন্টোনিও রুডিগার ও আন্দ্রেস ক্রিন্টেনসেনের মতো ডিফেন্ডারদের বদলি খেলোয়াড় দ্রুতই দলভুক্ত করতে হবে। তিনি আরো বলেন, নিজেদের দল আরো শক্তিশালী করার লক্ষ্যে লিভারপুল লুইস দিয়াজ ও সিটির আর্লিং ব্রট হালান্ডের মতো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে। বিপরীতে আমরা খেলোয়াড় হারিয়েছি। আগামী মৌসুমকে সামনে রেখে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান টুখেল।

মন্তব্য

Beta version