সাদা পোশাকে তিনি অনেকটা অনিয়মিত। বিশেষ করে বিদেশ সফর এলেই ছুটিতে থাকেন তিনি। তবে ঘরের মাঠ হলে মিস করেন কম। সেই সাকিব আল হাসান প্রায় ৪ বছর পর টেস্টে পেলেন ৫ উইকেট। মিরপুর টেস্টে লঙ্কান টেলএন্ডার প্রভীন জয়াবিক্রমাকে আউট করে শিকার করেন ৫ উইকেট। সাকিবের ঝুলিয়ে দেওয়া বল ডিফেন্স করেন জয়াবিক্রমা। কিন্তু টার্নের সঙ্গে বাড়তি বাউন্স করা বলটি ব্যাটে খেলতে পারেননি তিনি। গ্লাভসে হালকা ছুঁয়ে বল জমা পড়ে কিপার লিটন দাসের গ্লাভসে।
আম্পায়ার সঙ্গে সঙ্গেই আবেদনে সাড়া দেন। রিভিউ নেননি ব্যাটসম্যানও। ৫ উইকেটের উল্লাসে মাতেন সাকিব। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ সাকিব পেয়েছিলেন ৫ উইকেট। মিরপুর টেস্টে সাকিবের বলে আউট হয়েছেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা ও জয়াবিক্রমা। ৪০.১ ওভার বল করেন সাকিব। এর মধ্যে মেডেন নেন ১১টি। রান দেন ৯৬। উইকেট ৫টি। লঙ্কান ইনিংসে বাংলাদেশের হয়ে বাকি ৪ উইকেট নেন পেসার এবাদত হোসেন। একজন হন রানআউট। এবাদত ৩৮ ওভারে রান দেন ১৪৮। মেডেন পান মাত্র ৪টি।
মন্তব্য