মাঠভরা দর্শকে আগেও খেলেছেন তিনি অনেক। পেয়েছেন তুখোড় করতালি ও অভিবাদন। তবে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির বিরুদ্ধে ম্যাচে দর্শকের আবহ লিওনেল মেসিকে করেছে মুগ্ধ। শেষ পর্যন্ত ৩-০ গোলের দারুণ জয়ে ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা জেতে ফিনালিসিমা। ভক্তদের তৃপ্ত করতে পেরে খুশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে যথারীতি সবচেয়ে এগিয়ে ছিলেন মেসি। ইতালির বিপক্ষে বুধবার ‘ফিনালিসিমা’ জয়ের মূল কারিগর তিনিই। শুধু গোলটাই পাননি, কিন্তু অসাধারণ খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের জয়ে। দুটি গোলে অ্যাসিস্ট তার, দাপিয়ে বেড়িয়েছেন পুরো মাঠ। ম্যাচসেরা হয়েছেন আর্জেন্টাইন জাদুকরই। দুই মহাদেশের চ্যাম্পিয়ন দুই দলের লড়াইয়ে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচের পর মেসি বলেন, মাঠের আবহ তাদের উজ্জীবিত করে দারুণভাবে। তিনি বলেন, ‘সুন্দর একটি ফাইনাল ছিল এটি, আর্জেন্টাইনদের দিয়ে ভরা। যে অভিজ্ঞতা আমাদের হলো এখানে, সেটিও দারুণ।’
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর গত এক বছরে ইতালির অনেক বাস্তবতাই বদলে গেছে। বিশ^কাপ বাছাইপর্ব উতরাতে পারেনি তারা। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে দল। আর্জেন্টিনার বিপক্ষে এ ম্যাচেও তাদের উজ্জীবিত মনে হয়নি মোটেও। মেসিদের দাপটের সামনে তারা ছিলেন অসহায়। মেসি অবশ্য বললেন, ম্যাচটি সহজ ছিল না মোটেও। তার মতে, ‘আজকের ম্যাচটি দারুণ ছিল কারণ ইতালি দুর্দান্ত দল। আমরা জানতাম, খেলাটি দুর্দান্ত হতে যাচ্ছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য চমৎকার একটি মঞ্চ প্রস্তুত। যেকোনো দলের সঙ্গেই আমরা লড়াই করতে পারি। আজকে বেশ শক্ত পরীক্ষা দিতে হয়েছে, কারণ ইতালি ভালো দল।’
মন্তব্য