জুন মাসে সাধারণত পাকিস্তানে কোনো ক্রিকেট হয় না। কেননা এ সময়ে পাকিস্তানে প্রচণ্ড গরম থাকে। ফলে ক্রিকেটাররা সর্বোচ্চ অনুশীলন ক্যাম্পে অংশ নেন। কিন্তু এবার পাকিস্তানের সবচেয়ে গরমের শহর মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ৮, ১০ ও ১২ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। আশঙ্কা করা হচ্ছে, মুলতানের যেখানে খেলা হবে, সেখানে কমপক্ষে ৪৫ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা থাকবে। যদিও বিকেল ৪টায় খেলা শুরু হবে, তারপরও গরমে যথেষ্ট ভোগান্তি হবে ক্রিকেটারদের। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিষয়টি স্বীকারও করেছেন। তিনি বলেন, আবহাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমার বিশ^াস, আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব।
মূলত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সিরিজটি সে সময়ে অনুষ্ঠিত হয়নি। সিরিজ আয়োজনের জন্য যে এটি উপযুক্ত সময় নয়, তা বাবর মেনে নিয়ে বলেছেন, দুর্ভাগ্যজনক নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হতে পারেনি। অবশ্যই উভয় দেশের বোর্ড আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। এটা অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু এটার সিদ্ধান্ত হয়ে গেছে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’ পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘অবশ্যই এ সময়ে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে। আমরা কন্ডিশনিং ক্যাম্প করেছি এবং আবহাওয়ার সঙ্গে কিছুটা হলেও মানিয়ে নিয়েছি। আমরা দুপুরের পরপরই অনুশীলন করছি। আমরা গরম অনুভব করছি। এরই মাঝে আমরা খেলার প্রস্তুতি নিচ্ছি। মুলতান ও লাহোরের তাপমাত্রা প্রায় সমান। হয়তো মুলতানে ১ বা ২ ডিগ্রি বেশি হতে পারে। যা হোক, পেশাদার খেলোয়াড় হিসেবে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। অন্য দেশে খেলার সময়ই আমরা এমন পরিস্থিতির মুখে পড়ি। আরব আমিরাতে আমরা এমন পরিস্থিতির মুখে পড়েছি। আশা করছি, এটা বড় কোনো সমস্যা হবে না। আমরা ভালোভাবে সিরিজ শেষ করতে চেষ্টা করব।
মন্তব্য