-->
শিরোনাম
পেনাল্টিতে নেইমারের জোড়া গোল

প্রীতি ম্যাচে ব্রাজিলের বড় জয়

ক্রীড়া ডেস্ক
প্রীতি ম্যাচে ব্রাজিলের বড় জয়

অনুশীলনে আহত হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা নিয়ে শঙ্কা ছিল নেইমারের। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে মাঠে ছিলেন নেইমার। একদিন আগে পিএসজিতে নেইমারের সতীর্থ লিওনেল মেসি জাতীয় দলের হয়ে আলো ছড়িয়েছেন। নেইমারও কম যাননি। তিনিও আলো ছড়িয়েছেন। জোড়া গোল করেছেন। অবশ্য দুটো গোলই পেনাল্টিতে থেকে পাওয়া। নেইমারের জোড়া গোলে প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে জয় পেয়েছে। অন্য গোল দুটো করেছেন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস ও ফিলিপে কৌতিনহো।

ইংল্যান্ডের ওয়েম্বলিতে মেসির খেলা ম্যাচটি ছিল শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপের চ্যাম্পিয়নের বিপক্ষে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নের লড়াই। অন্যদিকে নেইমার খেলেছেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রীতি ম্যাচে শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণ রচনা করে স্বাগতিক দলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। তারই সুবাদে মাত্র সপ্তম মিনিটে গোল পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। রিচার্লিসন করেন গোলটি। অবশ্য ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পেয়েছিল সফরকারী দলটি। মাত্র দ্বিতীয় মিনিটেই রাফিনহার ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। তবে সপ্তম মিনিটে ঠিকই তারা গোলের দেখা যায়। আর বিরতির আগেই ব্যবধানটা ২-০ করেন নেইমার। এর আগে কোরিয়া সমতা ফেরায়। তবে ৩৮ মিনিটে আলেক্স সান্দ্রোকে নিজেদের বিপদ সীমানায় ফাউল করেন লি ইয়ং। রেফারি ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন। নেইমার পেনাল্টি থেকে গোল করেন।

বিরতির পর আবারো পেনাল্টি পায় ব্রাজিল। এবারো নেইমার সহজেই গোল করেন। কোরিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করেন তিনি।

ব্রাজিল তাদের শেষ দুটো গোল পায় ৮০ ও ৯৩ মিনিটে। ৮০ মিনিটে কোতিনহো এবং ৯৩ মিনিটে জেসুস গোল করে বড় জয় নিশ্চিত করেন।

মন্তব্য

Beta version