দুই দলের প্রথম ইনিংস ছিল ভূতুড়ে। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করল দুই দলই। শেষ হাসি স্বাগতিক ইংল্যান্ডের। জো রুটের সেঞ্চুরিতে লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৭৭ রান। তৃতীয় দিনেই প্রায় জয়ের কাছাকাছি ছিল দলটি। গতকাল রোববার ম্যাচের চতুর্থ দিনে প্রথম সেশনেই জয় তুলে নেয় বেন স্টোকস শিবির। তিন ম্যাচ সিরিজে ১-০-তে লিড নিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ১৩২ রানে। জবাবে ভালো করতে পারেনি ইংল্যান্ডও। ১৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ড্যারেল মিচেলের (১০৮) সেঞ্চুরি ও টম ব্লান্ডেলের (৯৬) ব্যাটে ২৮৫ রান করে নিউজিল্যান্ড। তাতে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য নির্ধারণ হয় ২৭৭ রান। এ লক্ষ্যে খেলতে নেমে শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষে ইংল্যান্ড করে ৫ উইকেটে ২১৬ রান। জো রুট ৭৭ ও বেন ফকস ৯ রানে ছিলেন অপরাজিত। গতকাল চতুর্থ দিনে আর উইকেট হারাতে হয়নি ইংল্যান্ডের। রুট ও ফকসের ব্যাটে জয় পায় দলটি। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরির দেখা পান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ১৭০ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চারের মার। অন্যদিকে ৯২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ফকস। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাইল জেমিসন।
মন্তব্য