-->

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে নিউজিল্যান্ড

ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেলের সেঞ্চুরিতে নটিংহ্যাম টেস্টে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। শনিবার দ্বিতীয় সেশন চলাকালীন নিউজিল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ৪৫৩। ব্যক্তিগত ১০৬ রানে ব্লান্ডেল সাজঘরে ফিরলেও দেড়শ রান করেছেন ড্যারেল। শুক্রবার প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৩১৮ রান। ৮১ রানে ড্যারেল ও ৬৭ রানে ব্লান্ডেল ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে দুজনেই পান সেঞ্চুরির দেখা। দুজনের দেড়শ রানের জুটির পথে সেঞ্চুরি পান আগে ড্যারেল। ১৮৪ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন মিচেল।

এরপর ১৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্লান্ডেল। মিচেলের মতো ব্লান্ডেলেরও এটি টেস্টে তৃতীয় শতক। সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। লিচের বলে ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতে ক্যাচ দেন ব্লান্ডেল। যাওয়ার আগে করে যান ১৯৮ বলে ১০৬ রানের দারুণ ইনিংস। ভাঙে পঞ্চম উইকেটে ২৩৬ রানের জুটি, ৪০৮ বল। ব্লান্ডেল আউট হলেও টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে যাচ্ছেন ড্যারেল। আগের সর্বোচ্চ ছিল ১০৮ রান। নটিংহ্যাম টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিচেলের ব্যক্তিগত রান ১৫২। ২৫০ বলের ইনিঙসে তিনি হাঁকান ১৮টি চার ও চারটি ছক্কা। তার সঙ্গে ২২ রানে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল। লর্ডস টেস্টে নিউজিল্যান্ড হেরে যায় বাজে ব্যাটিংয়ে। দ্বিতীয় টেস্টে সেই ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে বড় সংগ্রহের পথে কিউইরা। প্রথম টেস্ট তিন দিনে শেষ হলেও দ্বিতীয় টেস্ট যে জমবে, তার আভাস পাওয়া যাচ্ছে আগে থেকেই।

মন্তব্য

Beta version