-->
শিরোনাম
বিশ্বকাপ ফুটবল

লুই এনরিকের ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
লুই এনরিকের ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিল

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ফেভারিট মনে করছেন স্পেনের কোচ লুই এনরিকে। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর দ্বিতীয় লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে পরবর্তীতে আর্জেন্টিনা ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা জয় করেছে। একই সঙ্গে এ মাসের শুরুতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয় করে বিশ^কাপে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে তুলে ধরেছে।

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা ১৭টি করে ম্যাচ খেলেছে। দীর্ঘ এ যাত্রাপথে তারা একটা ম্যাচেও হারেনি। তবে আর্জেন্টিনার তুলনায় ব্রাজিল অনেক সুবিধাজনক অবস্থায় ছিল। সেসব বিবেচনায় রেখে গত শনিবার এক সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমি অন্য সব দলের তুলনায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সম্ভাবনা বেশি দেখছি। অন্য সব দলের তুলনায় তারা ভালো খেলছে।’

এনরিকে অবশ্য নিজের দল স্পেন নিয়ে আশাবাদী হতে পারছেন না। উয়েফা নেশনস লিগেই স্পেনের অবস্থা সন্তোষজনক নয়। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। এ পর্যন্ত খেলা তিন ম্যাচে এই জয় একমাত্র সম্বল। রোববার দ্বিতীয় জয়ের খোঁজে তারা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। আগের দুই ম্যাচের একটাতে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে। আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও পুরো পয়েন্ট পায়নি। সে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

এনরিকে বলেন, ‘যদি কেউ সব ম্যাচে জয়ের প্রত্যাশা করে এবং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে তাহলে সে আধুনিক ফুটবলের কিছু বোঝে না। ফ্রান্সের দিকে তাকিয়ে দেখো। তারা তো ২০১৮ সালের বিশ^কাপ চ্যাম্পিয়ন। একই সঙ্গে তারা ২০২১ সালের নেশনস লিগ চ্যাম্পিয়ন। অথচ তারা এবার ভালো করতে পারছে না।’

ফ্রান্স নেশনস লিগে এ-১ গ্রুপে খেলছে। কিন্তু তাদের অবস্থাও ভালো নয়। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।

নেশনস লিগে স্পেন গোল খরায় ভুগছে। সে কারণে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বার্সেলোনার আনসু ফাতিকে দলে ডেকেছেন এনরিকে। ১৯ বছরের ফাতি ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে এখনো পর্যন্ত মাঠে নামেননি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৪টি ম্যাচে খেলেছেন। এনরিকে বলেন, ‘ফাতি যে ভালো করবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সে অসাধারণ এক খেলোয়াড়। তার গোল করার দারুণ ক্ষমতা রয়েছে।’

বার্সেলোনায় আনসু ফাতির সতীর্থ গাবি নেশনস লিগের সব ম্যাচেই মাঠে নেমেছেন। একই সঙ্গে তিনি রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন। সবচেয়ে কম বয়সে স্পেনের জাতীয় দলের হয়ে গোল করার কীর্তি গড়েছেন। ১৭ বছর ৩০৪ দিন বয়সে গত রোববার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেন তিনি।

মন্তব্য

Beta version