-->
শিরোনাম

বিশ্বকাপে চোখ বাবরের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে চোখ বাবরের

ফর্মের চূড়ায় আছেন এখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে নামা মানেই রানের জোয়ার। তার একেকটি ইনিংস মানেই নতুন কোনো অর্জন বা মাইলফলক। তবে স্টাইলিশ এ ব্যাটসম্যানের নিজের কাছে এসব রান আরো মূল্যবান হয়ে উঠবে যদি জিততে পারেন বৈশ্বিক শিরোপা। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন পাকিস্তান অধিনায়ক।

সম্প্রতি টানা ৯ আন্তর্জাতিক ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার অনন্য কীর্তি গড়েছেন বাবর। টানা তিন ওয়ানডে ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দুই দফায় করার প্রথম নজিরও গড়েছেন। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম হাজার রানের রেকর্ডে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। টানা ৬ ওয়ানডে ইনিংসে পেরিয়েছেন পঞ্চাশ। এ সবকিছুই এসেছে তার দুর্দান্ত ফর্মের ধারাবহিকতায়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান তিনি অনেক দিন ধরেই। টেস্টে আছেন ৪ নম্বরে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বললেন, নিজের এমন ফর্মের প্রবাহেই দলের সর্বোচ্চ সাফল্যের স্বপ্ন দেখছেন তিনি। তিনি বলেন, ‘কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এ ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ^কাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’

গত টি-টোয়েন্টি বিশ^কাপে বাবর নিজে দুর্দান্ত পারফর্ম করেন। ৬ ম্যাচের ৪টিতেই পঞ্চাশ পেরিয়ে যান। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৩ রান আসে তার ব্যাট থেকেই। কিন্তু তার দল সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। গত ওয়ানডে বিশ^কাপে ৮ ম্যাচে ৬৭.৭১ গড়ে ৪৭৪ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান স্কোরার। তবে দল উঠতে পারেনি সেমিফাইনালে। আক্ষেপ ঘোচানোর সুযোগ সামনেই আছে বাবর আর তার দলের। আগামী নভেম্বরেই আরেকটি টি-টোয়েন্টি বিশ^কাপ অস্ট্রেলিয়ায়। আগামী বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ^কাপের আসর। বাবর বললেন, ছেলেবেলা থেকেই তার স্বপ্ন নিজে বিশ^সেরা ব্যাটসম্যান হয়ে দলকে বিশ^সেরা করে তোলা। তার মতে, ‘স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশে^র সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।’

মন্তব্য

Beta version